মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নির্মিত হল জল্পেশ মন্দিরের জন্য একটি অত্যাধুনিক স্কাইওয়াক। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী নিজেই এই স্কাইওয়াকের উদ্বোধন করেন। নতুন এই স্কাইওয়াকের ফলে সরু গলি আর দীর্ঘ লাইনের ভোগান্তি ছেড়ে এখন সহজেই গর্ভগৃহ পর্যন্ত পৌঁছাতে পারবেন ভক্তরা। রোদ-বৃষ্টি আর ঠেলাঠেলির ভিড় এড়িয়ে এবার শান্ত, স্বাচ্ছন্দ্যে মন্দির দর্শন সম্ভব হবে।
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর গাছ! তরতরিয়ে করে বংশবিস্তার, পরিবারের ক্ষতি না চাইলে বাড়ির আশেপাশে দেখলেই ভেঙে গুঁড়িয়ে দিন
জল্পেশ মন্দির শুধু উত্তরবঙ্গের নয়, গোটা বাংলার এক আবেগ। যুগের পর যুগ ধরে শিবভক্তদের টানে এই মন্দিরে আসেন হাজার হাজার মানুষ। স্কাইওয়াক নির্মাণ সেই আবেগকে সম্মান জানিয়ে ভক্তদের জন্য এক নতুন পথ খুলে দিল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী বলেন, “এই মন্দির উত্তরবঙ্গের গর্ব। ভক্তদের যাতে কোন কষ্ট না হয়, সেই দিকটা মাথায় রেখেই এই স্কাইওয়াক তৈরি করা হয়েছে।” ভক্তদের মুখেও ছিল তৃপ্তির ছাপ। তাদের একাংশের কথায় ,“এখন অনেক সহজ হল জল্পেশ দর্শন।”
সুরজিৎ দে





