TRENDING:

JalpaiguriNews: উৎসবে মাতোয়ারা পাহাড়! কেন এই সময় উৎসব হয় জানেন? আপনি কখনও শোনেনি এই কারণ, গ্যারান্টি!

Last Updated:

JalpaiguriNews: আষাঢ়ের রঙে রাঙা পাহাড়! প্রকৃতির সাজে উৎসবে মেতে উঠেছে পাহাড়িয়া বাসিন্দারা। তুমলাবুংয়ে এখন প্রকৃতির উৎসব। কোথায় এই গ্রাম জানেন? আষাঢ়ের রোদ আর বৃষ্টির ছোঁয়ায় যেন এক নতুন প্রাণ ফিরে পেল পাহাড়ি গ্রাম কালিম্পং তুমলাবুং। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: আষাঢ়ের রঙে রাঙা পাহাড়! প্রকৃতির সাজে উৎসবে মেতে উঠেছে পাহাড়িয়া বাসিন্দারা। তুমলাবুংয়ে এখন চলছে এক প্রকৃতির উৎসব। কোথায় এই গ্রাম জানেন? আষাঢ়ের রোদ আর বৃষ্টির ছোঁয়ায় যেন এক নতুন প্রাণ ফিরে পেল পাহাড়ি গ্রাম কালিম্পং তুমলাবুং। সেখানেই ধুমধাম করে পালিত হয় আষাঢ় উৎসব।
advertisement

প্রকৃতির প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানানোর এক পুরনো ঐতিহ্যেই এবার মেতে উঠল গোটা গ্রাম। নেপালি সমাজের মানুষজন রঙিন পোশাকে, লোকগীতি আর ঐতিহ্যবাহী নাচের মাধ্যমে উদযাপন করলেন আষাঢ় উৎসব।বংবস্তি থেকে তুমলাবুং — সর্বত্র একই আবহ। মাটির গন্ধে, সোনালি রোদের পরশে আর সবুজে ঘেরা গ্রামীণ প্রান্তরে এদিন মাঠজুড়ে ছিল ছেলেমেয়েদের প্রাণচাঞ্চল্য। ঢোল-মাদল আর হাসিমাখা মুখে তারা যেন প্রকৃতির সঙ্গেই তাল মেলাল।

advertisement

আরও পড়ুন: আচমকা ট্রেন থামালেন বন্দে ভারতের ‘লোকো’ পাইলট…! ট্রেনের C4 কোচে যা দেখা গেল, ঘাম ছুটল প্যাসেঞ্জারদের!

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এই উৎসবের মূল বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ — ধান রোপণের সময়ে মাটিকে পুজো দিয়ে কৃষকেরা কামনা করেন পর্যাপ্ত বৃষ্টি ও ফলন। এটি শুধু একটি উৎসব নয়, বরং খাদ্য সুরক্ষার প্রার্থনাও।তবে শহরমুখী নতুন প্রজন্মের কারণে এই সংস্কৃতি আজ কিছুটা ঝাপসা। তাই তুমলাবুং-এর মানুষ চাইছেন, এই উৎসব ছড়িয়ে পড়ুক শহর ও পর্যটনের মানচিত্রেও। শিশুকিশোররা যেন আবার মাটির টানে ফিরে আসে, এই চেষ্টাতেই প্রতিবছর আয়োজিত হয় এই উৎসব। চিড়ে-দই, পাহাড়ি পিঠে আর গান-বাজনার ছোঁয়ায় এই দিন যেন মাটির খুব কাছে নিয়ে গেল সবাইকে। গ্রামবাসীদের কথায়— “প্রকৃতির সঙ্গে থাকতে পারাই তো আসল সমৃদ্ধি।”

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
JalpaiguriNews: উৎসবে মাতোয়ারা পাহাড়! কেন এই সময় উৎসব হয় জানেন? আপনি কখনও শোনেনি এই কারণ, গ্যারান্টি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল