উত্তরবঙ্গে জাকিয়ে পড়েছে শীত আর এই সময় জঙ্গলের ভিতর কার সাফারিতে গোরুমারার মেদলা এলাকায় প্রকাশ্যে লেপার্ডের দেখা মিলতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন পর্যটকরা। সচরাচর কার সাফারিতে লেপার্ডের দর্শন মেলে না, তাই এই দৃশ্য নিঃসন্দেহে বিরল ও স্মরণীয়।
advertisement
জানা গিয়েছে, এদিন সাফারির সময় হঠাৎই জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে একটি লেপার্ড। একেবারে খোশমেজাজে মূর্তি নদীর পাড় ধরে হেঁটে যেতে দেখা যায় তাকে। মেদলা ওয়াচ টাওয়ার থেকে প্রায় মিনিটখানেক ধরে স্পষ্টভাবে লেপর্ডটিকে দেখতে পান পর্যটকরা। সেই দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করেন অনেকেই। ওয়াচ টাওয়ারে তখন কলকাতা, মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্তত ত্রিশজন পর্যটক উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ শীতের শান্ত ঘুম বদলে গেল চিরঘুমে! ছাদ বেয়ে ঘরে ঢুকে কুপিয়ে খুনের অভিযোগ, হাড়হিম করা কাণ্ড মালদহে
গাইডদের সূত্রে জানা যায়, গোরুমারা থেকে পাঁচটি সাফারি গাড়ি পর্যটকদের নিয়ে মেদলায় যায়। পাশাপাশি রামশাই দিক থেকেও আসে আরও কয়েকটি গাড়ি। সব মিলিয়ে পর্যটকদের উপস্থিতিতে মুখর ছিল মেদলা এলাকা। এক পর্যটক জানান, “জঙ্গলে এসে এমন দৃশ্য চোখের সামনে দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার। চিতাবাঘকে এত কাছ থেকে, এত শান্তভাবে হাঁটতে দেখা আজীবনের স্মৃতি হয়ে থাকবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গাইডরাও জানান, বিকেলের দিকে জলাশয়ের ধারে মাঝে মাঝে বন্যপ্রাণীদের দেখা মিললেও লেপার্ডের এমন প্রকাশ্য উপস্থিতি খুবই বিরল। পর্যটকদের মুখে হাসি আর উত্তেজনাই বলে দিচ্ছে, এই সাফারি নিঃসন্দেহে তাঁদের ভ্রমণের সেরা মুহূর্তগুলোর মধ্যে একটি।





