রাস্তাজুড়ে সারি সারি দোকান সকাল থেকেই ক্রেতাদের ভিড় জমে উঠছে। শহরের বিক্রেতাদের মতে, এবারের শীতের মূল আকর্ষণ শিশুদের ফ্যাশন। পুরনো ধরনের সাদামাটা উলের টুপির বাজার এখন অনেকটাই বদলে গিয়েছে। তার জায়গা দখল করেছে রঙিন, ফিউশন-ডিজাইনের টুপি। কার্টুন প্রিন্টের টুপি থেকে শুরু করে উজ্জ্বল রঙের স্মার্ট হ্যাট সবই এখন ছোটদের পছন্দের তালিকায়। তবে ক্রেতাদের মন জয় করছে সবচেয়ে বেশি এক নতুন ধাঁচের ‘পম–পম’ টুপি।
advertisement
আরও পড়ুন : দিন নয়, এবার কয়েক ঘণ্টাতেই শুকিয়ে যাচ্ছে ধান! একটি মেশিনেই কামাল, এখন কৃষকদের ‘চোখের মণি’
উলের তৈরি এই টুপির দু’ধারে লেজের মতো ঝুলে থাকে দুটি নরম স্ট্রিপ। হাত দিয়ে চাপ দিলেই তা থেকে বেরোয় মিষ্টি ‘পম’ শব্দ, আর সঙ্গে সঙ্গে টুপির দু’টি কান খাড়া হয়ে ওঠে। শিশুদের মুখে তখন দুষ্টু হাসি, চোখে ঝিলিক। এই টুপির প্রতি যেন আলাদা মায়া। দোকানিদের কথায়, “এই পমপম টুপি বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। বাচ্চারা দোকানে ঢুকেই প্রথম এটা চাইছে। দামও খুব বেশি নয়, তাই অভিভাবকেরাও কিনে দিচ্ছেন সহজেই।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু শিশু নয়, কিশোর-কিশোরীরাও নতুন ডিজাইনের শীতের টুপি কিনতে ভিড় করছেন। কেউ বেছে নিচ্ছেন নিয়ন রঙ, কেউ আবার নরম উলের সফট ফ্লাফি টুপিতে মুগ্ধ। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে জলপাইগুড়ির বাজারে যে শীতের উৎসব নেমে এসেছে, তার স্পষ্ট ছবি মিলছে ডিভিসি রোডের ব্যস্ত দোকানপাটে। শহর যেন পুরোই শীতের ফ্যাশন রঙ্গে রাঙা।





