জলপাইগুড়ি: পুলিশ লেখা প্রাইভেট গাড়ি সজোরে টোটোতে ধাক্কা মেরে টোটো সমেত ছিটকে নয়ানজুলিতে, দুর্ঘটনায় গুরুতর জখম তিনজন। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির সরস্বতী সেতু সংলগ্ন এলাকায়।
দুর্ঘটনা
advertisement
জানা যায়, এদিন জলপাইগুড়ির ময়নাগুড়ির দিক থেকে আসা একটি পুলিশ লেখা ছোট গাড়ি ভোটপাট্টি দিকে যাওয়ার পথে সরস্বতী সেতু এলাকায় একটি দাঁড়িয়ে থাকা টোটোতে পিছন দিকে সজোরে ধাক্কা মারে। টোটোতে থাকা তিনজন ব্যক্তি গুরুতর জখম হয়। বিকট শব্দ শুনে ছুটে আসে স্থানীয়রা।
এই পথ দুর্ঘটনায় টোটোতে থাকা তিনজন ব্যক্তি গুরুতর জখম হওয়ায় তাদেরকে তড়িঘড়ি স্থানীয়রা ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Clickকরুন
সেখানকার স্থানীয় বাসিন্দা বুবাই বর্মন জানান, “আমি কিছুটা দূরে মাঠের মধ্যে কাজ করছি, হঠাৎ করে বিকট শব্দ শুনে সামনে এসে দেখি উল্টে পড়ে রয়েছে। আর টোটোর যে প্যাসেঞ্জার ছিল তারা কিছুটা দূরের মধ্যে আহত হয়ে পড়ে রয়েছে। তাদের আমরা উদ্ধার করে তৎক্ষণাৎ ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যায়।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷