জলপাইগুড়ি: ডুয়ার্সের জঙ্গল লাগোয়া গ্রামগুলো থেকে একের পর এক উধাও হয়ে যাচ্ছে গৃহপালিত হাঁস,মুরগি, ছাগল। প্রত্যেকদিনই কিছু না কিছু চুরির ঘটনা ঘটেছিল জলপাইগুড়ি সংলগ্ন মাল ব্লকের নেওড়া চা বাগান এলাকার গ্রামগুলিতে। কিন্তু, কে এই চোর? জানলে চোখ কপালে উঠবে।
খাঁচা বন্দি লেপার্ড
advertisement
চোরের ভয়ে কাবু এলাকার বাসিন্দারা। তবে সেই চোর ধরা পড়েছে অবশেষে।ক্রমশ ডুয়ার্সের জঙ্গল ঘেয়ে যেসব বন বস্তি গুলো রয়েছে সেসব বড় বস্তির ছাগল,গরু, মুরগির উপরে আক্রমণ করে চলেছে চিতাবাঘেরা । এতে বেশ সমস্যায় পড়ছে বনবস্তির মানুষজন থেক্র শুরু করে বনদফতর। বেশ কিছুদিন আগে একটি বাচ্চাকেও উঠিয়ে নিয়ে চলে গিয়েছিল চিতাবাঘ। এমনও ভয়ঙ্কর ঘটনার সাক্ষী রয়েছে ডুয়ার্স। হামেশাই ছাগল উধাও হয়ে যাচ্ছে গ্রাম থেকে।
গত দু থেকে তিন সপ্তাহের মধ্যে ৩ টি চিতাবাঘ খাঁচা বন্দী হয়েছে ডুয়ার্সে। আজ সকালে আবারও মাল ব্লকের নেওড়া চাবাগান থেকে খাঁচা বন্দি হল চিতাবাঘ। এদিন চাবাগানে ৩ নম্বার সেকশনে খাঁচা বন্দি হয় চিতাবাঘটি।
শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার সময় খাঁচা বন্দি চিতাবাঘটিকে দেখে বনদফতরকে খবর দেয়। মালবাজার বন দফতরের কর্মীরা খাচা বন্দী চিতাবাঘ উদ্ধার করে গরুমারায় নিয়ে যায়। জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে চিতাবাঘকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷