স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাড়ির ভিতরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। ফলে আগুন লেগে যায় বাড়িতে। বাড়িটি কাঠের হওোার ফলে আগুন ছড়িয়ে পড়ছে সময় লাগেনি। মুহূর্তের মধ্যে ভয়হ্কর আগুন গ্রাস করে নেয় পুরো বাড়িটি। বিদ্যা থাপার কাঠের তৈরি দোতলা বাড়িটি মুহূর্তের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে যায়।
আরও পড়ুন: কনকনে শীতে জমজমাট উত্তরবঙ্গ, সকাল থেকে কুয়াশার দাপট জেলায় জেলায়! রইল হাওয়া অফিসের লেটেস্ট আপডেট
advertisement
খবর পেয়ে বীরপাড়ার দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড়সড় ক্ষয়ক্ষতি থেকে ক্লাব রোড এলাকা রক্ষা পায়। যদি অগ্নিকাণ্ডের ঘটনার খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুন: ঝাড়গ্রামে শীতের জমাটি আমেজ! পারদ কি আরও নামবে! যা জানাচ্ছে আবহাওয়া দফতর
অন্যদিকে খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে দ্রুত এসে পৌঁছায় বানারহাট থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাপ্রকাশ করেছেন, এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দ্রুততার সঙ্গে ব্যবস্থা না নিলে আরও বড় বিপদ হতে পারত। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ত। অন্যদিকে কাঠের দোতলা বাড়িটি পুড়ে যাওয়ার ফলে পরিবারটি কার্যত পথে বসেছে।
