TRENDING:

Dooars Tourism: আকর্ষণের পয়লা নম্বরে ইতিহাসের জীবন্ত দলিল গরুমারা জঙ্গল মিউজিয়াম! এক ছাদের তলায় দেখা-শেখা! না দেখলে ডুয়ার্স ভ্রমণ বৃথা

Last Updated:

Jalpaiguri News Dooars Tourism: গরুমারা জঙ্গল ও সংলগ্ন এলাকার ইতিহাস, বন্যপ্রাণ ও অরণ্যজীবনের বাস্তব চিত্র এক ছাদের নীচে তুলে ধরেছে গরুমারা জঙ্গল মিউজিয়াম। বাতাবাড়ি পর্যটন কেন্দ্র সংলগ্ন এই মিউজিয়াম ডুয়ার্স ভ্রমণে অপরিহার্য ও শিক্ষামূলক এক অনন্য গন্তব্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: গরুমারা এবং জঙ্গল সংলগ্ন এলাকার ইতিহাস এক ছাদের তলায় বন্দি এখানেই! ডুয়ার্স এলে একবার অন্তত ঢুঁ মারতে ভুলবেন না। এ যেন জীবন্ত ইতিহাসের দলিল। ডুয়ার্স ভ্রমণে অপরিহার্য গন্তব্য গরুমারা জঙ্গল মিউজিয়াম, ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য আর বন্যপ্রাণের রাজ্য গরুমারা জঙ্গল—এই দু’য়ের ইতিহাস ও বাস্তব চিত্র এক ছাদের নীচে তুলে ধরেছে গরুমারা জঙ্গল সংলগ্ন বিশেষ জঙ্গল মিউজিয়াম।
advertisement

রাজ্য সরকারের উদ্যোগে গড়ে ওঠা এই মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে গরুমারা অরণ্যের নানা বন্যপ্রাণীর নিদর্শন। স্বাভাবিক মৃত্যু, রেল দুর্ঘটনায় প্রাণ হারানো কিংবা হঠাৎ মারা যাওয়া হাতি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখি…সবকিছুই এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে। এই নিদর্শনগুলি বন্যপ্রাণের জীবন ও মৃত্যুর বাস্তব গল্প তুলে ধরে দর্শকদের সামনে।

আরও পড়ুন: দিঘা যাওয়ার পথে অভূতপূর্ব ফুল মেলা, রয়েছে ৪০ দেশের জাতীয় ফুল! জানুন কতদিন মিলবে দেখার সুযোগ 

advertisement

মিউজিয়ামে প্রবেশ করলেই চোখে পড়ে আর্টিফিশিয়াল উপায়ে সাজানো গোটা গরুমারা জঙ্গলের আদল। বন্যপ্রাণীদের জীবনযাপন, অরণ্যের পরিবেশ, গরুমারা জঙ্গলের ইতিহাস ও প্রতিষ্ঠার পটভূমি তথ্যচিত্র ও প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। ফলে এটি যেমন দর্শনীয়, তেমনই শিক্ষামূলক। ভাবছেন কোথায়? জলপাইগুড়ির বাতাবাড়ি জঙ্গলের তিলোত্তমা পর্যটন কেন্দ্র সংলগ্ন এই মিউজিয়ামে প্রতিদিনই ভিড় করছেন দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা। শিশু থেকে শুরু করে বড়রা—সবাই এখান থেকে জঙ্গল ও বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে বাস্তব ধারণা পাচ্ছেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
আকর্ষণের পয়লা নম্বরে ইতিহাসের জীবন্ত দলিল গরুমারা জঙ্গল মিউজিয়াম! এক ছাদের তলায় দেখা-শেখা!
আরও দেখুন

পর্যটন বিশেষজ্ঞদের মতে, ডুয়ার্স সফরের পরিকল্পনায় গরুমারা জঙ্গল মিউজিয়ামকে প্রথম সারিতেই রাখা উচিত। কারণ এই মিউজিয়াম না দেখলে ডুয়ার্স ও গরুমারার প্রকৃত ইতিহাস ও বন্যপ্রাণের সংগ্রামকে পুরোপুরি বোঝা যায় না। ডুয়ার্সে এসে এই অভিজ্ঞতা মিস করা মানেই ভ্রমণের একটি বড় অধ্যায় অপূর্ণ থেকে যাওয়া।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dooars Tourism: আকর্ষণের পয়লা নম্বরে ইতিহাসের জীবন্ত দলিল গরুমারা জঙ্গল মিউজিয়াম! এক ছাদের তলায় দেখা-শেখা! না দেখলে ডুয়ার্স ভ্রমণ বৃথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল