Flower Fair: দিঘা যাওয়ার পথে অভূতপূর্ব ফুল মেলা, রয়েছে ৪০ দেশের জাতীয় ফুল! জানুন কতদিন মিলবে দেখার সুযোগ

Last Updated:

East Medinipur Flower Fair: দেশীয় চন্দ্রমল্লিকা, গাঁদা, ডালিয়ার পাশাপাশি একসঙ্গে বিভিন্ন দেশের জাতীয় ফুল সাধারণ মানুষের মন ভরিয়ে তুলছে। পর্তুগাল, সেন্ট হেলেনা ও দক্ষিণ আফ্রিকা-সহ বিভিন্ন দেশের জাতীয় ফুল দেখতে পাবেন এক জায়গায়।

+
ফুল

ফুল মেলা

কোলাঘাট, সৈকত শী: ফুল ভালবাসে না সারা বিশ্বে এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। বাড়িতে শখের ফুলের বাগান হোক ফুল দিয়ে ঘর সাজাতে পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া যায় না। নানা ধরনের ফুল নিয়ে চর্চা করতে ভালবাসেন বহু মানুষজন। দেশীয় চন্দ্রমল্লিকা, গাঁদা, ডালিয়ার পাশাপাশি একসঙ্গে বিভিন্ন দেশের জাতীয় ফুল সাধারণ মানুষের মন ভরিয়ে তুলছে। পর্তুগাল, সেন্ট হেলেনা ও দক্ষিণ আফ্রিকা-সহ বিভিন্ন দেশের জাতীয় ফুল দেখতে পাবেন এক জায়গায়। রূপনারায়ণ নদের তীরবর্তী কোলাঘাট শহরেই এবার একসঙ্গে প্রায় ৪০ টি দেশের জাতীয় ফুলের রকমারি ফুলের বাহার ফুলপ্রেমীদের মনের তৃষ্ণা মিটিয়ে দেবে।
কোলাঘাট মানেই যেন ফুলের হাট। কোলাঘাট নামের সঙ্গে ফুল যেন সমার্থক শব্দ। কারণ কোলাঘাটের বিস্তীর্ণ এলাকায় ফুল চাষের পাশাপাশি কোলাঘাটে রয়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ফুলের বাজার। এবার সেই কোলাঘাটেই নতুন বছরকে স্বাগত জানাতে রূপনারায়ণের পাড়ে বসেছে দেশী বিদেশী নানা রকমারি ফুল নিয়ে ফুলের মেলা। প্রায় দেড় হাজারেরও বেশি ফুলের টবে পাপড়ি মেলেছে ডালিয়া, পিঞ্চ, গাঁদা, গোলাপ, ইনকা থেকে চন্দ্রমল্লিকার মতো শীতের অতিথিরা। কোলাঘাট গৌরাঙ্গ ঘাটে শুরু হল ফুলের মেলা‌। নানা ফুলের সম্পূর্ণ মেলা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
advertisement
advertisement
এই ফুলের মেলার অন্যতম উদ্যোক্তা অসীম দাস জানিয়েছেন, “অন্যান্য মেলা থেকে ফুল মেলার আঙ্গিক সম্পূর্ণ আলাদা। যেখানে শুধু ফুলের সমারহ। শুধু দেশীয় ফুল না বিদেশি ফুল রয়েছে এই ফুল মেলায়। একসঙ্গে প্রায় ৪০ টি দেশের জাতীয় ফুল প্রদর্শিত করা হচ্ছে। সাধারণ মানুষ চিনছেন চাষ এই সব ফুলকে। ফুল সম্পর্কে সাধারণ মানুষ ও বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের আগ্রহ বাড়িয়ে তুলতে এই আয়োজন।” ফুলের টব ছাড়াও প্রায় ৪০ টি দেশের জনপ্রিয় ও জাতীয় ফুল সংগ্রহ করে তা প্রদর্শিত হচ্ছে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এই ফুলের মেলা উদ্বোধন করেন ফুল বিশেষজ্ঞ গোষ্ট বিহারি বেরা। ১০ জন প্রবীন ফুলচাষিকে সংবর্ধিত করা হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রূপনারায়ণ নদের তীরে এই ফুল মেলায় হাজার হাজার ফুলের সমাহার হলেও, এবারে নজর কাড়ছে, তুরস্ক ও আফগানিস্তানের জাতীয় ফুল টিউলিপ, ইতালির জাতীয় ফুল ম্যাডোনা লিলি, চিনের জাতীয় ফুল পিওনি, দক্ষিণ আফ্রিকার বার্ড অব প্যারাডাইস। এছাড়াও রয়েছে সেন্ট হেলেনা পর্তুগাল ও আমেরিকা এবং কানাডা মিলিয়ে মোট ৪০ দেশের জনপ্রিয় তথা জাতীয় ফুল। দিল্লি ও হায়দারাবাদ থেকে সংগৃহীত করা হয়েছে এই বিরল ফুলগুলি। বর্ষবরণের সঙ্গে সঙ্গে কোলাঘাটে বাড়তি পাওনা বিভিন্ন দেশের জাতীয় ফুল। ফলে একসঙ্গে এতগুলো দেশের জাতীয় ফুল দেখতে চলে আসতে পারেন কোলাঘাটে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Flower Fair: দিঘা যাওয়ার পথে অভূতপূর্ব ফুল মেলা, রয়েছে ৪০ দেশের জাতীয় ফুল! জানুন কতদিন মিলবে দেখার সুযোগ
Next Article
advertisement
Mamata Banerjee Suvendu Adhikari: মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মমতার, খরচ ১৭০০ কোটি! ভোটের আগে ধাপ্পা, দাবি শুভেন্দুর
গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মমতার, খরচ ১৭০০ কোটি! ভোটের আগে 'ধাপ্পা', দাবি শুভেন্দুর
  • মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রীর৷

  • ১৭০০ কোটি টাকা খরচে রাজ্য সরকার তৈরি করবে সেতু, জানালেন মমতা৷

  • ভোটের আগে আরও একটা 'ধাপ্পা', কটাক্ষ শুভেন্দুর৷

VIEW MORE
advertisement
advertisement