এক ব্যক্তি মাংসের সঙ্গে একটি কুকুরের ছালও নিয়ে হাজির হয়েছিলেন বাজারে। সে সেগুলো খাসির মাংস বলে বিক্রি করতে শুরু করে। বাজারের মানুষ মাংসের দৃশ্য দেখে ভিড় জমাতে শুরু করে। তবে যখন কুকুরের ছালটি সামনে আসে, তখন পুরো বাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
advertisement
পুলিশকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। তারা তদন্ত শুরু করে এবং খুব শিগগিরই জানতে পারে যে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। তার নাম মাধব রায়, আর তার বাড়ি রামশাইয়ের হাতিপোতা এলাকায়। সে নিজেই কুকুরটি মেরে এনে, মাংসের টুকরো এবং ছাল নিয়ে বাজারে বিক্রির জন্য নিয়ে এসেছিল।
ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়, কিন্তু পুলিশ জানিয়েছে যে, সে মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় তার বিরুদ্ধে কোনও গুরুতর আইনি পদক্ষেপ নেওয়া হবে না। তাকে থানায় নিয়ে আসা হয় এবং পরে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ঘটনায় বাজারের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তবে পুরো পরিস্থিতি নিয়ে পুলিশের তদন্ত চলছেই।
—- সুরজিৎ দে






