TRENDING:

জলপাইগুড়িতে বোনের বাড়ি বেড়াতে এসে সাংঘাতিক অভিজ্ঞতা অসমের মহিলার! ভাগ্যিস সিসিটিভি ছিল, নাহলে কী বিপদই না হত

Last Updated:

জলপাইগুড়িতে বোনের বাড়ি বেড়াতে এসে ছিনতাইকারীদের খপ্পরে অসমের মহিলা। সোনার হার চুরি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, শান্তনু করঃ হেলমেটে মুখ ঢেকেও শেষ রক্ষা হল না। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এক দুষ্কৃতীর মুখের ছবি ধরিয়ে দিল অপর দুষ্কৃতীকেও। গত ১ অগাস্ট সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের কেরানি পাড়ায় বোনের বাড়ি আসার পথে ছিনতাইকারীদের খপ্পরে পড়েন অসমের বাসিন্দা এক মহিলা। বাড়ি চিনিয়ে দেওয়ার নাম করে মহিলার গলার সোনার হার ছিনতাই করে পালায় স্কুটিতে আসা দুই ছিনতাইকারী।
হেলমেট পরেও রক্ষা হল না, ধরা পড়ল ছিনতাইকারী
হেলমেট পরেও রক্ষা হল না, ধরা পড়ল ছিনতাইকারী
advertisement

আরও পড়ুনঃ রাত হলেই ভয়ে কাঁটা গোটা এলাকা! শিকার হচ্ছিল একের পর এক গবাদি পশু, অবশেষে খাঁচায় আটক ভয়ানক ‘লেপার্ড’

এই ঘটনার পর সিসিটিভির ছবি দেখে একজন দুষ্কৃতীকে চিহ্নিত করে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। দ্বিতীয়জন হেলমেট পরে থাকায় তাঁকে চিহ্নিত করতে অসুবিধা হয় পুলিশের। ন’দিনের মাথায় সিসিটিভির ছবি দেখে চিহ্নিত করে দুই দুষ্কৃতীর মধ্যে একজনকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃত সৌরভ রায়কে জিজ্ঞাসাবাদ করে হেলমেটে মুখ ঢেকে রাখা অপর দুষ্কৃতী দীপঙ্কর ভৌমিককেও গ্রেফতার করেছে পুলিশ। দু’জনেই শিলিগুড়ির শক্তিগর এলাকার বাসিন্দা।

advertisement

আরও পড়ুনঃ হাসপাতালেই রোগের ডিপো! চিকিৎসা করাতে এসে ফের অসুস্থ হওয়ার ভয়! হল টা কী ময়নাগুড়ির হাসপাতালে?

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানান, ছিনতাই করার পর সোনার হারটি ময়নাগুড়ির পান বাড়ি এলাকার এক সোনার ব্যবসায়ীকে ৬০ হাজার টাকায় বিক্রি করে দুষ্কৃতীরা। যার মধ্যে ৪০ হাজার টাকা উদ্ধার করা গিয়েছে। ওই সোনার ব্যবসায়ী পলাতক। তাঁর খোঁজ চলছে। এই ঘটনার পর থেকে শহরের বিভিন্ন প্রান্তে লাগানো সিসিটিভিগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এর পাশাপাশি পুজোর বাজারগুলোর নিরাপত্তা জোরদার করার জন্যে সাদা পোশাকের অতিরিক্ত পুলিশ মোতায়নের পরিকল্পনা নিয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জলপাইগুড়িতে বোনের বাড়ি বেড়াতে এসে সাংঘাতিক অভিজ্ঞতা অসমের মহিলার! ভাগ্যিস সিসিটিভি ছিল, নাহলে কী বিপদই না হত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল