চাঁদা তোলার সময় আহত হলেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের আংরাভাষা এলাকায় মঙ্গলবার রাতে। জানা গিয়েছে, এদিন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়াংদেন ভুটিয়া বানারহাটের দিক থেকে ধূপগুড়ি আসছিলেন। সেই সময় আংরাভাষা সংলগ্ন এলাকায় বেশ কিছু যুবক চাঁদা তুলছিলেন।
আরও পড়ুন: লোকসঙ্গীতের মধ্যেই ভাইটিকা পার্বণে ভাইয়ের মঙ্গলকামনার রীতি নেপালে
advertisement
আরও পড়ুন: মাছের গাড়িতে আগুন লাগাল জনতা, কারণ শুনলে রাগে ফুঁসবেন! রক্তাক্ত তমলুক
অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি চাঁদার জন্য দাঁড় করানো হয়। পরিস্থিতি বুঝে অতিরিক্ত পুলিশ সুপারের দেহরক্ষী গাড়ি থেকে নেমে ওই যুবকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁর উপরে আক্রমণ করা হয়। দেহ রক্ষীর জন্য গাড়ি থেকে নামতেই অতিরিক্ত পুলিশ সুপারের মাথায় পাথর ছুড়ে মারা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হয় অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ-সহ তার দেহরক্ষী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ অতিরিক্ত পুলিশ সুপারকে তড়িঘড়ি নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
সুরজিৎ দে