হাততালি, অবাক দৃষ্টি, সামান্য কয়েন কিংবা নোট… এই নিয়েই তাঁর দিন চলে। মাথায়, চোখে, শরীরে অসামান্য ভারসাম্য রেখে গৌরাঙ্গ কখনও আগুন নিয়ে খেলা করেন, কখনও মাটিতে পড়ে থাকা ব্লেড সাইকেলের উপর দিয়ে চোখ দিয়ে তোলেন। সেই দৃশ্য না দেখলে বিশ্বাস করা কঠিন! দর্শকরা শ্বাসরুদ্ধ হয়ে দেখেন সেইসব দৃশ্য। কেউ মোবাইলে ভিডিও রেকর্ড করেন, কেউ আবার সামান্য কিছু টাকা দিয়ে এগিয়ে দেন কিছুটা উৎসাহ।
advertisement
আরও পড়ুনঃ এনার্জি বাড়াতে হবে তো নাকি! কাজের আগে মন দিয়ে হেলথ ড্রিঙ্ক খাচ্ছে বাঁদর… এ কী ছবি?
গৌরাঙ্গ জানান, “ছোট থেকেই সার্কাস ভালবাসতাম। কিন্তু এখন তো আর সার্কাস কোম্পানিগুলি নেই। তাই রাস্তায় নেমেছি। এই খেলা করেই সংসার চালাই।” পরিবারের দায়িত্ব, অভাবের তাড়না ও বেঁচে থাকার ইচ্ছাই তাঁকে এই অদ্ভুত প্রতিভার পথ দেখিয়েছে। জলপাইগুড়ি পাটকাটা কলোনী এলাকায় প্রতিদিনই তাঁর খেলা দেখতে ভিড় জড়ো হয়। আট থেকে আশি সব বয়সের মানুষের চোখে তখন একটাই বিস্ময়। কেউ বলেন, “ওর মতো পরিশ্রমী মানুষ খুব কম দেখি,” কেউ আবার বলেন, “ওই সাহসটাই বড় জিনিস!”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আজ যখন অনেকেই সোশ্যাল মিডিয়ায় নাম-খ্যাতির আশায় ভুয়ো স্টান্ট করেন, তখন গৌরাঙ্গের মতো যুবক নিজের ঘাম, সাহস ও দক্ষতা দিয়ে জীবনের লড়াই চালিয়ে যাচ্ছেন। সাইকেলই যেন তাঁর জীবনযুদ্ধের প্রতীক!





