TRENDING:

Tiger Census: পায়ের ছাপ, গাছে আঁচড় দেখা গেলেও 'তাঁর' উপস্থিতির প্রমাণ নেই, বাঘ গণনার আগে নেওরাভ্যালি জুড়ে বসছে আধুনিক ট্র্যাপ ক্যামেরা

Last Updated:

Jalpaiguri Tiger Census: আসন্ন জাতীয় বাঘ শুমারির আগে নেওরা ভ্যালি জাতীয় উদ্যানে আধুনিক ট্র্যাপ ক্যামেরা বসাচ্ছে বন দফতর। আগের শুমারিতে প্রমাণের অভাবে বাঘের উপস্থিতি নথিভুক্ত হয়নি। এবার নিখুঁত তথ্য সংগ্রহে সতর্ক প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: জঙ্গলের রাজার খোঁজে কোমর বেঁধে প্রস্তুত গরুমারা। কে এই ত্রাস জানেন? এনার আগমন চোখে পড়লেও খাতায় কলমে এর নাকি নেই কোনও উপস্থিতি। ইনি হলেন উত্তরবঙ্গের ডুয়ার্সের ব্যাঘ। আসন্ন বাঘ শুমারির আগে এবার সতর্ক বন দফতর। নেওরাভ্যালি জুড়ে বসছে আধুনিক ট্র্যাপ ক্যামেরা।
advertisement

নেওরাভ্যালি জাতীয় উদ্যানে বাঘের উপস্থিতি নিয়ে আর কোনও অনিশ্চয়তা রাখতে চাইছে না বন দফতর। ২০২২ সালের জাতীয় বাঘ শুমারিতে ট্র্যাপ ক্যামেরায় নির্ভরযোগ্য ছবি না পাওয়ায় সরকারি নথিতে বাঘের উপস্থিতির স্বীকৃতি পায়নি এই বনাঞ্চল। পরবর্তীতে একাধিক ক্যামেরা লাগানোর পর ২০২৪ সাল পর্যন্ত নেওড়ার বিভিন্ন জায়গায় প্রায় ২৪টি বাঘের ছবি ধরা পড়ে। এই ছবি ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় পাঠানো হলেও সেই রিপোর্ট এখনও মেলেনি।

advertisement

আরও পড়ুনঃ ৩ বন্ধু মিলে স্কুটিতে চেপে ফিরছিলেন গঙ্গাসাগর নাগ মেলা থেকে, পথে কী থেকে কী ঘটে গেল! এলাকায় গভীর শোকের ছায়া

সেই অভিজ্ঞতা মাথায় রেখেই আসন্ন জাতীয় বাঘ শুমারির আগে জঙ্গলজুড়ে আধুনিক ট্র্যাপ ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, গরুমারা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও নেওরাভ্যালিতে আগের শুমারিতে নির্দিষ্ট প্রমাণের অভাবে বাঘের অস্তিত্ব নথিভুক্ত করা যায়নি। সেই সময় বাঘ শুমারি হয়েছিল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির (এনটিএসএ) উদ্যোগে। তাই এ বছর কোমর বেঁধে বাঘ গণনায় নেমেছে গরুমারা বন্যপ্রাণ বিভাগ।

advertisement

View More

আরও পড়ুনঃ নাবালিকা উদ্ধার অভিযানে নেমে পুলিশের চক্ষু ছানাবড়া! বারাসতে স্পা সেন্টারের আড়ালে মধুচক্র, আটক মালিক-সহ ১৬

চলতি মাসে অসমে বাঘ শুমারির প্রশিক্ষণ দিয়েছে এনটিএসএ। ২০২২ সালের বাঘ শুমারিতে বাঘের চিহ্ন না পেলেও স্থানীয় বনকর্মী ও গ্রামবাসীদের দাবি, মাঝেমধ্যেই বাঘের চলাচলের চিহ্ন চোখে পড়ে। বাঘের পায়ের ছাপ, মল এবং গাছের গায়ে নখের আঁচড়ের মতো একাধিক ইঙ্গিত মিলেছে বলেও জানিয়েছে বন দফতর। এবার সেই সম্ভাবনাকেই নির্ভুল তথ্যের মাধ্যমে প্রমাণ করতে উদ্যোগী প্রশাসন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কীভাবে হবে এই বাঘ শুমারি? বাঘের সম্ভাব্য করিডর, জলপথ, নালা, জঙ্গলঘেরা রাস্তার ধারে এবং ঘন জঙ্গলের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বসানো হচ্ছে উন্নতমানের ট্র্যাপ ক্যামেরা। এই ক্যামেরাগুলিতে নাইট ভিশন, মোশন সেন্সর ও হাই রেজোলিউশন সুবিধা থাকায় দিন-রাতের যে কোনও সময় বাঘ-সহ অন্যান্য বন্যপ্রাণীর স্পষ্ট ছবি ধরা পড়বে বলে আশা করা হচ্ছে। ক্যামেরা বসানো ও তথ্য সংগ্রহে কোনও ত্রুটি না থাকে, সে জন্য বনকর্মীদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাতের কাছেই কাঁচামাল, বিনিয়োগ নামমাত্র! 'এই' কাজে হেসেখেলে চলছে সংসার
আরও দেখুন

বন দফতরের এক আধিকারিক জানান, “নেওরাভ্যালি উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বনাঞ্চল এবং একটি আন্তর্জাতিক করিডরের অংশ। এখানে বাঘের উপস্থিতি প্রমাণিত হলে সংরক্ষণ পরিকল্পনা আরও জোরদার করা সম্ভব হবে। তাই এবার কোনও ঝুঁকি না নিয়ে নিখুঁত তথ্য সংগ্রহই আমাদের প্রধান লক্ষ্য।” বন বিশেষজ্ঞদের মতে, বাঘ শুমারির আগে এই ক্যামেরা ট্র্যাপিং অভিযান নেওরাভ্যালির বন্যপ্রাণ সংরক্ষণে নতুন দিশা দেখাতে পারে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tiger Census: পায়ের ছাপ, গাছে আঁচড় দেখা গেলেও 'তাঁর' উপস্থিতির প্রমাণ নেই, বাঘ গণনার আগে নেওরাভ্যালি জুড়ে বসছে আধুনিক ট্র্যাপ ক্যামেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল