TRENDING:

দুর্যোগের সাতদিন পরেও বাড়ি ফেরা হচ্ছে না, দুর্গতদের ঠাঁই তাঁবুতেই! আর কত দিন...! কী অবস্থায় জলঢাকা পাড়ের গ্রামগুলো?

Last Updated:

Jalpaiguri Flood: ময়নাগুড়ির আমগুড়ি পঞ্চায়েত এলাকার গ্রামগুলোতে এখনও ধ্বংসের চিহ্ন বর্তমান। পলি চাপা অবস্থায় পড়ে রয়েছে এলাকা। ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র। দুর্যোগের সাতদিন পরেও দুর্গতদের দিন কাটছে তাঁবুতে। কবে বাড়ি ফেরা হবে! জানেন না জলঢাকা পাড়ের বন্যা প্লাবিতরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, শান্তনু কর: দুর্যোগের সাতদিন পরেও দুর্গতদের দিন কাটছে তাঁবুতে। কিন্তু বাড়ি ফিরতে ব্যাকুল তাঁরা। কবে বাড়ি ফেরা হবে! জানেন না জলপাইগুড়ির জলঢাকা পাড়ের বন্যা প্লাবিত খাটোর বাড়ি, তারার বাড়ির বাসিন্দারা।
প্লাবিত জলপাইগুড়ির জলঢাকা পাড়ের বহু গ্রাম
প্লাবিত জলপাইগুড়ির জলঢাকা পাড়ের বহু গ্রাম
advertisement

প্রায় সাত দিন আগে ৫ অক্টোবর রবিবার সাতসকালে প্রবল জলোচ্ছ্বাসের জেরে জলঢাকা নদীর জল ঢুকে পড়ে গ্রামে। তছনছ করে দেয় ঘর বাড়ি। গ্রামের পর গ্রাম ধ্বংস করে দিয়েছে জলঢাকা। কেবল কপালজোরে প্রাণে বাঁচেন মানুষগুলো। ঘটনার সাত দিন পরেও জলপাইগুড়ির ময়নাগুড়ি আমগুড়ি পঞ্চায়েত এলাকার গ্রামগুলোতে ধ্বংসের চিহ্ন বর্তমান। এখনও পলি চাপা অবস্থায় পড়ে রয়েছে এলাকা। ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র।

advertisement

আরও পড়ুনঃ গাছ কাটতে উঠেছিলেন মগডালে! হঠাৎই গলায় এসে লাগল…! মুহূর্তে সব শেষ, হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হল না

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

বানভাসিদের বর্তমান ঠিকানা রেল লাইনের ধার। কারও আবার ভাঙা বাঁধের পাশে ত্রিপলের ছাউনিতে ঠাঁই হয়েছে। ত্রিপলের নিচে থাকতে থাকতে হাঁপিয়ে উঠছেন অনেকেই। ইতিমধ্যেই বাঁধ মেরামতির কাজ শুরু করে দিয়েছে সেচ দফতর। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। দুর্গতদের ঘরবাড়ি মেরামত করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন। তাদের জন্যে খাবার, পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। তবে কবে যে মেরামতের কাজ শেষ হবে এবং কবে তারা নিজস্ব ঠিকানায় ফিরতে পারবেন জানেন না বানভাসিরা। প্রশাসন চেষ্টা চালাচ্ছে, যেন দ্রুত ঘরে ফিরতে পারে বন্যায় সর্বস্ব হারানো এই মানুষগুলো।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দুর্যোগের সাতদিন পরেও বাড়ি ফেরা হচ্ছে না, দুর্গতদের ঠাঁই তাঁবুতেই! আর কত দিন...! কী অবস্থায় জলঢাকা পাড়ের গ্রামগুলো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল