TRENDING:

Dengue: ডেঙ্গু-ম্যালেরিয়ার জোড়া থাবা, আক্রান্ত হচ্ছে শয়ে শয়ে মানুষ, জলপাইগুড়ির বন্যা এলাকায় ভয়াবহ অবস্থা

Last Updated:

Dengue: ডেঙ্গু,ম্যালেরিয়া মাথা চাড়া দিচ্ছে জলপাইগুড়ির বন্যা দুর্গত এলাকায়। প্রতিরোধে ১১ হাজার মশারি বিলির কর্মসূচি জলপাইগুড়ি স্বাস্থ্য দফতরের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তনু কর, জলপাইগুড়ি : জ্বরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু,ম্যালেরিয়া মাথা চাড়া দিচ্ছে জলপাইগুড়ি র বন্যা দুর্গত এলাকায়। প্রতিরোধে ১১ হাজার মশারি বিলির কর্মসূচি জলপাইগুড়ি স্বাস্থ্য দফতরের।মশা বাহিত রোগ যাতে না ছড়ায় তার জন্য পরিচ্ছন্নতায় জোর। স্বাস্থ্য কর্মীদের সতর্ক নজরদারির নির্দেশ প্রশাসনের।
চলতি সপ্তাহে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬ জনে। আর চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ছুঁয়েছে ২০০৩। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্য দফতরের তরফে জোরদার প্রচার অভিযান চলছে। নিয়মিত ফগিং, লার্ভা নিধন এবং সচেতনতামূলক প্রচারে জোর দেওয়া হয়েছে।
চলতি সপ্তাহে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬ জনে। আর চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ছুঁয়েছে ২০০৩। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্য দফতরের তরফে জোরদার প্রচার অভিযান চলছে। নিয়মিত ফগিং, লার্ভা নিধন এবং সচেতনতামূলক প্রচারে জোর দেওয়া হয়েছে।
advertisement

গত ৫ অক্টোবর বন্যায় বিপর্যস্ত জলপাইগুড়ির একাধিক ব্লক। বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষ। এখনও অস্থায়ী ঠিকানায় রাত কাটছে বহু বানভাসির। পলি,কাদা,জমা জলে একাকার অবস্থা। বাড়ছে মশার উপদ্রব। বানভাসিদের মধ্যে জ্বরে আক্রান্তের সংখ্যাও বাড়ছে।

আরও পড়ুন- ‘মহাপ্রলয়’ আসছে…! আগামী ৮০ দিন সবচেয়ে ভয়ঙ্কর, বাবা ভাঙ্গার হাড়হিম ভবিষ্যদ্বাণী মিললেই…, ২০২৬ সালে কী অপেক্ষা করছে?

advertisement

এমনিতেই ম্যালেরিয়া, ডেঙ্গু প্রবন জেলা হিসেবে চিহ্নিত জলপাইগুড়ি। এই পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ৬৬৬ জন। ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ১৯৩। এই অবস্থায় বানভাসি এলাকায় ডেঙ্গু,ম্যালেরিয়া মাথা চাড়া দেওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। দুর্গত এলাকায় স্বাস্থ্য পরীক্ষার জন্য ৩৮ টি মেডিক্যাল ক্যাম্প।৫ টি মোবাইল মেডিক্যাল ক্যাম্প চালু রেখেছে স্বাস্থ্য দফতর। জ্বরে আক্রান্ত রোগী এলেই প্রয়োজনীয় চিকিৎসা। প্রয়োজনে রক্ত পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গতদের ইতিমধ্যেই বেশ কিছু মশারি তুলে দিয়েছে প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠন। কিন্তু সেই মশারির মান নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে বানভাসিদের।

advertisement

আরওপড়ুন-অক্টোবরেই লাগবে ‘লটারি’…! সূর্য-বুধের মহামিলনে ৫ রাশির জ্যাকপট, দীপাবলিতেই উপচে পড়বে কাঁড়ি কাঁড়ি টাকা, খুলবে পোড়া কপাল

সেরা ভিডিও

আরও দেখুন
উঠতি ফুটবলারদের জন্য দারুণ মঞ্চ! কাটোয়ায় শুরু শতাব্দী প্রাচীন ফুটবল টুর্নামেন্ট
আরও দেখুন

ইতিমধ্যেই নাগরাকাটা এলাকায় মশা প্রতিরোধক ১০ হাজার মশারি বিলি করেছে স্বাস্থ্য দফতর। আরও এগারো হাজার মশারি বিলির কর্মসূচি নেওয়া হয়েছে। প্রতিটি মশারির গায়ে ওষুধ মেশানো থাকবে।এতে মশারা কোনও ভাবেই রোগ ছড়াতে পারবে না বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার জানিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dengue: ডেঙ্গু-ম্যালেরিয়ার জোড়া থাবা, আক্রান্ত হচ্ছে শয়ে শয়ে মানুষ, জলপাইগুড়ির বন্যা এলাকায় ভয়াবহ অবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল