ছোট থেকেই তাকে শুনতে হয়েছে নানা কটূকথা। কিন্তু সেই কথাগুলোই তাকে আরও দৃঢ় করেছে নিজের লক্ষ্য পূরণের পথে। ২০২২ সাল থেকে শুভজিৎ দৌড়ের জগতে নাম লেখান। ১৫০০ এবং ৫০০০ মিটার দৌড়ে একের পর এক সাফল্য আসে তার ঝুলিতে। ১৫০০ মিটারে রাজ্যস্তরে স্বর্ণপদক জিতেছেন তিনি। ২০২৫ সালে চেন্নাইয়ে ন্যাশনাল প্যারা এথলেটিক্সে দুটি বিভাগে দ্বিতীয় স্থান দখল করেছেন শুভজিৎ। ২০২৩ সালের খেলো ইন্ডিয়াতে চতুর্থ স্থান অর্জন করেন তিনি। সব মিলিয়ে শুভজিৎ আজ দক্ষিণ দিনাজপুরের গর্ব।
advertisement
কিন্তু এখন তাঁর চলার পথে বড় বাধা অর্থের অভাব। প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, পুষ্টিকর খাবার ও ট্রেনিংয়ের খরচ জোগাতে পারছে না পরিবার। বাবা একটি ছোট হোটেল চালান। সংসার টানাটানিতেই চলে। তবুও হাল ছাড়েননি শুভজিৎ। তার স্বপ্ন, একদিন দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে দৌড়ে ভারতের নাম উজ্জ্বল করবেন।
খেলাধুলোর পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন শুভজিৎ। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন তিনি। এখন তার একমাত্র ভরসা, মানুষের সহযোগিতা। কেউ এগিয়ে এলে হয়তো পূরণ হবে সীমান্ত শহরের এই তরুণ দৌড়বিদের স্বপ্ন।