Flower Crisis : কালীপুজোয় ফুলের দাম নাকানিচোবানি খাওয়াবে, এখন থেকেই তৈরি থাকুন! পরিস্থিতি ভয় ধরাবে
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Flower Crisis : কালীপুজো, ভাইফোঁটায় ফুলের বাজারে আগুন লাগার আশঙ্কা। পছন্দমতো ফুল কিনতে পকেট পাঁকা হতে পারে। মাঠেই নষ্ট হচ্ছে শখের ফসল। কডষকদের হাহাকার।
রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: কালীপুজোর আগে এমন সময়ে সাধারণত নদিয়ার ফুলচাষিদের মুখে হাসি ফুটে ওঠে। গাঁদা, রজনীগন্ধা, গোলাপ, চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিওলাস, নানা রঙের ফুলে ভরে ওঠে ধানতলা, নোকারী, পূণ্যনগর, মাঠকুমড়া অঞ্চলের বিস্তীর্ণ চাষের জমি। কিন্তু এ বছর যেন ভিন্ন ছবি। নিম্নচাপের লাগাতার বৃষ্টি যেন কেড়ে নিয়েছে চাষিদের সেই আনন্দ। টানা কয়েক দিনের বৃষ্টিতে মাঠজুড়ে জমেছে জল, পচে যাচ্ছে ফুলগাছ থেকে ফোটা ফুল, নষ্ট হচ্ছে ফলন। ফলে মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন ফুলচাষিরা।
ধানতলা, নোকারী, পূণ্যনগর, মাঠকুমড়া এলাকায় অধিকাংশ মানুষ ফুলচাষের ওপর নির্ভরশীল। এখানে ধান, গম বা সবজি নয়, একমাত্র ফুলই জীবিকার প্রধান ভরসা। নদিয়ার এই অঞ্চলগুলির ফুল শুধু রাজ্যের বাজারেই নয়, পৌঁছে যায় দিল্লি, মুম্বাই, গুজরাট, শিলিগুড়ি, কুচবিহার থেকে শুরু করে বিদেশের বাজারে। ভুটান ও নেপালেও যায় এই জায়গার ফুল। প্রতি বছর কালীপুজো, ভাইফোঁটা ও বিবাহ মরশুমে চাহিদা থাকে বিপুল। ফলে এই সময়েই চাষিরা সবচেয়ে বেশি আয় করেন। কিন্তু এবারের অপ্রত্যাশিত আবহাওয়া সমস্ত হিসেব ওলটপালট করে দিয়েছে।
advertisement
advertisement
স্থানীয় ফুলচাষি নির্মল বিশ্বাস জানান, “এমন পরিস্থিতি আগে কখনও হয়নি। ফুলগাছ পচে যাচ্ছে, যা একটু ভাল আছে, সেটিও পাঠানো যাচ্ছে না বৃষ্টির জন্য। ফুল কাটার পর গাড়ি আসতে পারছে না, বাজারে তুলতে পারছি না।” ফুল ব্যবসায়ী রাজীব পাল বলেন, “চাষিরা ফুল তুলতে পারছেন না, আমরা ফুল পাঠাতে পারছি না। কালীপুজোর আগে এই ক্ষতি পুষিয়ে ওঠা অসম্ভব।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বৃষ্টির কারণে পরিবহণ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। অনেক ট্রাকচালক জলমগ্ন রাস্তায় যেতে চাইছেন না। ফলে ফুল বাজারে পৌঁছাতে পারছে না ঠিক সময়ে। ফুল পচে যাচ্ছে মাঠেই। আর দামও পড়ে যাচ্ছে বাজারে। চাষিদের আশা, প্রকৃতি শীঘ্রই স্বাভাবিক হবে। সূর্যের আলো ফিরে এলে নতুন করে চাষ শুরু করবেন তাঁরা। কিন্তু আপাতত নিম্নচাপের থাবায় বিপর্যস্ত নদিয়ার ফুলচাষ। যার প্রভাব পড়বে রাজ্যের উৎসবের ফুল সরবরাহেও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
October 12, 2025 1:29 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Flower Crisis : কালীপুজোয় ফুলের দাম নাকানিচোবানি খাওয়াবে, এখন থেকেই তৈরি থাকুন! পরিস্থিতি ভয় ধরাবে