এশিয়ান হাইওয়ের এই রাস্তা দিয়ে ঘুরছিল হাতির দল। তারপর আর এই রাস্তায় দেখা মেলেনি হাতির। এদিন সকালে ফের হাতির দলের দেখা মেলে এই রাস্তায়। ছোট বড় মিলে আটটি হাতি ছিল দলটিতে। হাসিমারা সংলগ্ন এশিয়ান হাইওয়েতে দাঁড়িয়ে পড়ে কয়েকশ গাড়ি। হাতি গুলি রাস্তা পাড় না হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন গাড়ির চালকরা।
advertisement
আরও পড়ুন : শিল্পীদের রুদ্রতাণ্ডব…! ছৌঁ নাচ দেখলেও কালিকাপাতাড়ি সম্পর্কে ক’জন জানেন?
অনেকে আবার গাড়ি থেকে নেমে গিয়ে ছবি তুলতে থাকেন হাতির। প্রায় ২০ মিনিট পর এশিয়ান হাইওয়ে ছেড়ে হাতির দল প্রবেশ করে বিচ চা বাগানে। বর্তমানে চা বাগানের কাজ বন্ধ রয়েছে। দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল। আবারও আধ ঘন্টা পর বুনো হাতির দল বিচ চা বাগানে থেকে এশিয়ান হাইওয়ে সড়কে চলে আসে এবং সড়ক পারাপার করে ভার্ণাবাড়ি চা বাগানে চলে যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরবর্তীতে বুনো হাতির দল ভার্নাবাড়ি চা বাগানে দাপিয়ে বেড়ায়। এই চা বাগানেও কাজ বন্ধ হয়ে রয়েছে। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌছায়। তারা বুনো হাতির দলকে জঙ্গলে পাঠানোর চেষ্টা চালাচ্ছে।অযথা পথচারীদের ভিড় করতে বারণ করছেন বনকর্মীরা।