খাবারের সন্ধানে লোকালয়ে এসে দোকান ঘর গুঁড়িয়ে দিল দাঁতাল। জলপাইগুড়ির বানারহাট ব্লকের শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের উৎপলের মোড় এলাকায় শুক্রবার ভোরে এক দাঁতাল হাতি হানা দেয়। গ্রামের মধ্যে এসে হাতিটি একটি মুদি দোকানে তাণ্ডব চালায়। দোকানের ভেতরের চাল, ডাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী সাবাড় করে দোকানের আসবাবপত্র ও দোকান ভেঙে তছনছ করে দেয়। এরপর বেশ কিছুক্ষণ ওই এলাকায় থেকে জঙ্গলে ফিরে যায়।
advertisement
আরও পড়ুন: ঘুঘু থেকে চড়ুই, বাদ যায়নি কেউ! একসঙ্গে শতাধিক পাখির মৃত্যু! কোন অশনি সংকেত! দানা বাঁধছে রহস্য
ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রায় প্রতিনিয়ত মরাঘাট জঙ্গল থেকে খাবারের সন্ধানে চলে আসছে বুনো হাতির দল—কখনও একা, কখনও বা গোটা দল নিয়ে। লাগাতার হাতির হানা নিয়ে রীতিমত আতঙ্কে থাকতে হয় গ্রামবাসীদের। ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন দোকান মালিক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বন দফতর সূত্রে খবর, সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে।
সুরজিৎ দে