শহরে বিশেষত নারী সুরক্ষাকে হাতের মুঠোয় রাখতে নতুন উদ্যোগ জলপাইগুড়ি জেলা পুলিশের। একদিকে যেমন ১১২ হেল্প লাইন নম্বরে ডায়াল করলেই পৌঁছে যাচ্ছে পিঙ্ক পুলিশ। তার পাশাপশি এবার অপরাধ করে শহরের কানাগলি দিয়ে পালানোর পথ ও বন্ধ করতে চলেছে পুলিশ। সাধারণত অপরাধ করে পুলিশের হাত থেকে বাঁচতে অলিগলি দিয়ে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। দ্রুত গাড়ি নিয়ে সেই পথ ধরে ছুটে যেতে সমস্যা হয় পুলিশের। তাই সাইকেল ব্যবহার করার প্রধান উদ্দেশ্যই হল শহরের প্রতিটি এলাকায় সহজে এবং দ্রুত পৌঁছানো।
advertisement
একইসঙ্গে এটি পরিবেশ-বান্ধব একটি উদ্যোগ, যেহেতু সাইকেল চলাচলে কোনও দূষণ ঘটে না। পুলিশের এই সাইকেল টহল দল শহরের সরু গলি, বাজার এলাকা এবং অন্যান্য জনবহুল স্থানে নজরদারি বাড়াবে। দুষ্কৃতিদের কার্যকলাপ কমিয়ে শহরের নিরাপত্তা বাড়াতেই এই ভাবনা জলপাইগুড়ি পুলিশের।
আরও পড়ুনঃ IND vs AUS: ঠিক হয়ে গিয়েছে ভারতের প্রথম একাদশ! জানালেন বুমরাহ! কারা থাকছেন দলে?
এবার তেমন কানা গলিতে নিঃশব্দে অপরাধীর সামনে দ্রুত পৌঁছনো সম্ভব হবে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা পুলিশের সাইকেল বাহিনীর। এই ধরনের পরিকল্পনা শহরের নাগরিকদের মধ্যে নিরাপত্তার অনুভূতি জাগাবে এবং পুলিশ-জনতার সম্পর্ককেও মজবুত করবে বলে আশাবাদী পুলিশ এবং জলপাইগুড়িবাসী।
সুরজিৎ দে