গত তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। স্থানীয়রা সকালে ডোবায় নিথর দেহ ভাসতে দেখে খবর দেয় পরিবারে। পরিবারের সদস্যরা এসে দেহটি শনাক্ত করেন। এলাকার উপপ্রধান জানান, বিভাস বাড়িতে থাকতেন না, কাছেই একটি টিনের ঘরে একাই থাকতেন। মৃগী রোগে ভুগতেন বলেও জানান তিনি।
advertisement
স্থানীয় বাজারের একটি সবজির দোকানে কাজ করতেন বিভাস। তিন দিন ধরে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে পরিবার জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, কিংবা কোনও অপরাধমূলক কাজ – তা এখনও স্পষ্ট নয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রাথমিকভাবে শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন চোখে না পড়লেও পুলিশের দাবি, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। হঠাৎ এই মৃত্যুতে শোকের ছায়া গোটা দেবনগর এলাকায়। পরিবারের এক সদস্য জানান, “ওকে খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আজ এমনভাবে পাবো ভাবিনি।”
কিন্তু কীভাবে মৃত্যু হল যুবকের? পুলিশ তার তদন্ত চালাচ্ছে, ময়নাতদন্তের রিপোর্টেই মিলবে মৃত্যুর প্রকৃত কারণ।






