TRENDING:

Jalpaiguri News: শীতের সকালে জলপাইগুড়ি শহরে চাঞ্চল্য! ডোবা থেকে উদ্ধার নিখোঁজ যুবকের দেহ, মৃগী রোগীর মৃত্যু ঘিরে রহস্য

Last Updated:

Jalpaiguri News: জলপাইগুড়ি শহরে মঙ্গলবার সকালে ডোবা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তিন দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হয় দেহ। এই ঘটনা আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা তদন্ত করছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: শীতের সকালে শহরের ডোবা থেকে উদ্ধার নিথর দেহ। রহস্যময় মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়। জলপাইগুড়ি শহরে মঙ্গলবার সকালে ডোবা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিভাস মজুমদার (৪০), বাড়ি দেবনগর এলাকায়।
ডোবা থেকে উদ্ধার যুবকের দেহ
ডোবা থেকে উদ্ধার যুবকের দেহ
advertisement

গত তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। স্থানীয়রা সকালে ডোবায় নিথর দেহ ভাসতে দেখে খবর দেয় পরিবারে। পরিবারের সদস্যরা এসে দেহটি শনাক্ত করেন। এলাকার উপপ্রধান জানান, বিভাস বাড়িতে থাকতেন না, কাছেই একটি টিনের ঘরে একাই থাকতেন। মৃগী রোগে ভুগতেন বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ ‘আমাকে বাঁচান’! এক ফোনে রুখে গেল বাল্যবিবাহ, বুদ্ধি খাটিয়ে নিজেই নিজের বিয়ে আটকাল নবম শ্রেণির ছাত্রী

advertisement

স্থানীয় বাজারের একটি সবজির দোকানে কাজ করতেন বিভাস। তিন দিন ধরে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে পরিবার জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, কিংবা কোনও অপরাধমূলক কাজ – তা এখনও স্পষ্ট নয়।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

প্রাথমিকভাবে শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন চোখে না পড়লেও পুলিশের দাবি, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। হঠাৎ এই মৃত্যুতে শোকের ছায়া গোটা দেবনগর এলাকায়। পরিবারের এক সদস্য জানান, “ওকে খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আজ এমনভাবে পাবো ভাবিনি।”

সেরা ভিডিও

আরও দেখুন
ধানক্ষেতই এখন তার ক্লাসরুম! ডাক্তার হওয়ার সোনালি স্বপ্নে চিকচিক করছে ছোট্ট নিকিতার দু'চোখ
আরও দেখুন

কিন্তু কীভাবে মৃত্যু হল যুবকের? পুলিশ তার তদন্ত চালাচ্ছে, ময়নাতদন্তের রিপোর্টেই মিলবে মৃত্যুর প্রকৃত কারণ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: শীতের সকালে জলপাইগুড়ি শহরে চাঞ্চল্য! ডোবা থেকে উদ্ধার নিখোঁজ যুবকের দেহ, মৃগী রোগীর মৃত্যু ঘিরে রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল