TRENDING:

Rhino Attack : লাঠি উঁচিয়ে দেখাতেই তেড়ে এল গণ্ডার, কামড়ে নিয়ে চলে গেল দুটো আঙুল! ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে বৃদ্ধার

Last Updated:

Rhino Attack : প্রথমে জঙ্গলে গন্ডারের তাড়া। বৃদ্ধাকে তাড়া করে আক্রমণ। চলে গেল দুটি আঙুল কেটে নিয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে : প্রথমে জঙ্গলে গন্ডারের তাড়া। এরপরেই লাঠি উঁচিয়ে গন্ডারকে দেখাতেই যা হল বৃদ্ধার সঙ্গে, জানলে চমকে উঠবেন আপনিও। ডান হাতের দুটি আঙ্গুল খুঁইয়ে অঝোরে কেঁদে চলেছেন বৃদ্ধা।জলদাপাড়া জঙ্গলের ঘটনায় চাঞ্চল্য।
প্রতিকী ছবি
প্রতিকী ছবি
advertisement

জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে গন্ডার বের হয়ে এক বৃদ্ধাকে জখম করেছে বলে জানা যায়। তার চিকিৎসা  আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চলেছে। বর্তমানে ওই বৃদ্ধা নিজের বাড়িতে রয়েছেন। জখম মহিলার নাম সীতামায়া রাই। তার কাছ থেকে জানা গিয়েছে, দুটি গন্ডার জঙ্গল থেকে বের হয়ে আসে। তিনি ওই সময় গরু নিয়ে জঙ্গলের ধার দিয়ে ফিরছিলেন।

advertisement

আরও পড়ুন : আয়কর বিভাগের প্রাক্তন কর্মচারী বেরিয়েছিলেন হাঁটতে, পথে ঘিরে ধরল একদল মৌমাছি! তারপর মর্মান্তিক পরিণতি

হটাৎ করেই তাকে তাড়া করে গন্ডার দুটি। কিছুটা দূরে গিয়ে ওই মহিলা গন্ডার দুটির দিকে লাঠি উঁচিয়ে দেখালে একটি জঙ্গলে চলে যায়। কিন্তু অন্যটি দ্রুত গতিতে এসে তার ওপর চড়াও হয়। ছোট গন্ডারটি এসে তার হাতে কামড় দেয়। ঘটনার ভয়াবহ এতটাই যে বৃদ্ধার দুটি আঙ্গুল কামড় দিয়ে নিয়ে যায় গন্ডারটি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
১০০ তে ৯৩! স্বাস্থ্য-পরিচ্ছন্নতায় রাজ্যে নজির গড়ল বসিরহাট পৌরসভা, কেন্দ্র দিল বড় স্বীকৃতি
আরও দেখুন

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চললেও বন দফতরের কোনও কর্মী আসেননি হাসপাতালে বলে অভিযোগ ওই বৃদ্ধার। তিনি জানান, “গন্ডার যে এত ভয়ানক হতে পারে, তা ভাবতেই পারিনি। আমার চোখের সামনে আঙ্গুল খেয়ে চলে গেল। বন কর্মীরা আমার খোঁজ পর্যন্ত নিল না।” যদিও বিষয়টি জলদাপাড়া বন বিভাগের তরফে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rhino Attack : লাঠি উঁচিয়ে দেখাতেই তেড়ে এল গণ্ডার, কামড়ে নিয়ে চলে গেল দুটো আঙুল! ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে বৃদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল