জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে গন্ডার বের হয়ে এক বৃদ্ধাকে জখম করেছে বলে জানা যায়। তার চিকিৎসা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চলেছে। বর্তমানে ওই বৃদ্ধা নিজের বাড়িতে রয়েছেন। জখম মহিলার নাম সীতামায়া রাই। তার কাছ থেকে জানা গিয়েছে, দুটি গন্ডার জঙ্গল থেকে বের হয়ে আসে। তিনি ওই সময় গরু নিয়ে জঙ্গলের ধার দিয়ে ফিরছিলেন।
advertisement
আরও পড়ুন : আয়কর বিভাগের প্রাক্তন কর্মচারী বেরিয়েছিলেন হাঁটতে, পথে ঘিরে ধরল একদল মৌমাছি! তারপর মর্মান্তিক পরিণতি
হটাৎ করেই তাকে তাড়া করে গন্ডার দুটি। কিছুটা দূরে গিয়ে ওই মহিলা গন্ডার দুটির দিকে লাঠি উঁচিয়ে দেখালে একটি জঙ্গলে চলে যায়। কিন্তু অন্যটি দ্রুত গতিতে এসে তার ওপর চড়াও হয়। ছোট গন্ডারটি এসে তার হাতে কামড় দেয়। ঘটনার ভয়াবহ এতটাই যে বৃদ্ধার দুটি আঙ্গুল কামড় দিয়ে নিয়ে যায় গন্ডারটি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চললেও বন দফতরের কোনও কর্মী আসেননি হাসপাতালে বলে অভিযোগ ওই বৃদ্ধার। তিনি জানান, “গন্ডার যে এত ভয়ানক হতে পারে, তা ভাবতেই পারিনি। আমার চোখের সামনে আঙ্গুল খেয়ে চলে গেল। বন কর্মীরা আমার খোঁজ পর্যন্ত নিল না।” যদিও বিষয়টি জলদাপাড়া বন বিভাগের তরফে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।






