তোর্সার জলে ভেসে যাওয়া আরও একটি গন্ডার উদ্ধার করল জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা। কোচবিহারের পাতলাখাওয়া এলাকা থেকে গন্ডার উদ্ধার করেছে বনবিভাগের কর্মীরা। উদ্ধার হওয়া গন্ডারকে সুস্থ্য করে জলদাপাড়া জাতীয় উদ্যানে ফেরানো হয়েছে।
আরও পড়ুনঃ ভূত চতুর্দশীতে ‘তেনাদের’ পাশাপাশি এবার জম্বিদের তাণ্ডব! আলিপুরদুয়ারের অলিওলিতে গা ছমছমে ভাব
advertisement
সফল হল অপারেশন রাইনো। বন্যায় ভেসে যাওয়া ১০ গন্ডারকে উদ্ধার করে পুনরায় ঘরে ফিরিয়ে নজির গড়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের। ১৩ দিনে ১০ গন্ডারকে ঘরে ফেরানো হয়েছে অপারেশন রাইনোর মাধ্যমে। এর মধ্যে ৫টি গন্ডারকে তাড়িয়ে বনাঞ্চলে ঢোকানো হয়েছে। বাকি ৫ গন্ডারকে বিভিন্ন জায়গা থেকে ঘুম পাড়ানি গুলি করে কাবু করে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনঃ বন্যার পর নতুন আতঙ্ক ধূপগুড়িতে! পুকুরে ‘অজানা জন্তুর’ আনাগোনা, কুমির নাকি…! ভয়ে ঘুম উড়েছে গ্রামবাসীর
গত ৫ অক্টোবর ছিল উত্তরবঙ্গের জন্য এক ভয়াবহ দিন। সাম্প্রতিক অতীতে এমন দুর্যোগ, বিপর্যয় দেখেনি উত্তরবঙ্গের বাসিন্দা এবং বন্যপ্রাণীরা। চোখের সামনে ঘরবাড়ি, হোটেল, হোমস্টে ধসে গিয়েছে। রাস্তা, সেতু ভেঙে পড়েছে। বহু প্রাণ গিয়েছে। কাতারে কাতারে বন্যপ্রাণী জঙ্গল ছেড়ে এদিক ওদিক পালিয়েছিল। জলে ভেসে গিয়েছে বহু বন্যজন্তু। গন্ডারদের আবার ঘরে ফেরানোর জন্য অপারেশন রাইনো শুরু করে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। ১৩ দিনের মাথায় সফল হল সেই অভিযান। এরপরেই উল্লাস। জমিয়ে খানাপিনা হল বনকর্মীদের।