Bhoot Chaturdashi: ভূত চতুর্দশীতে 'তেনাদের' পাশাপাশি এবার জম্বিদের তাণ্ডব! আলিপুরদুয়ারের অলিওলিতে গা ছমছমে ভাব
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Bhoot Chaturdashi: এই বছর ভূত চতুর্দশীতে হ্যালোইন পালন করবে আলিপুরদুয়ার। শহরের মহাকাল ধাম সংলগ্ন একটি বাড়ির ছাদে চলছে হ্যালোইনের জোরকদমে প্রস্তুতি। আলিপুরদুয়ার হঠাৎ করে জম্বি চলে এলে তার প্রেক্ষাপট কেমন হবে তা দেখানো হবে ভূত চতুর্দশীতে।
আলিপুরদুয়ার, অনন্যা দে: ভূত চতুর্দশী মানেই গা ছমছমে ভাব। চোদ্দ শাক খাওয়ার পাশাপাশি চোদ্দ প্রদীপ দেওয়া। এভাবেই বাঙালিরা ভূত চতুর্দশী পালন করেন প্রাচীনকাল থেকে। ভূত চতুর্দশীর পাশাপাশি হ্যালোইন পালন করবে আলিপুরদুয়ারের নব প্রজন্ম। আলিপুরদুয়ার শহরের মহাকাল ধাম সংলগ্ন একটি বাড়ির ছাদে চলছে হ্যালোইনের জোরকদমে প্রস্তুতি।
শহরের একঝাঁক যুবক, যুবতী এই প্রস্তুতির কাজে নিজেদের নিযুক্ত করেছেন। এবারে তাঁদের হ্যালোইনের থিম জম্বি ভাইরাস। আলিপুরদুয়ার শহরে হঠাৎ করে জম্বি চলে এলে তার প্রেক্ষাপট কেমন হবে তাই দেখানো হবে ভূত চতুর্দশীতে।
আরও পড়ুনঃ বন্যার পর নতুন আতঙ্ক ধূপগুড়িতে! পুকুরে ‘অজানা জন্তুর’ আনাগোনা, কুমির নাকি…! ভয়ে ঘুম উড়েছে গ্রামবাসীর
আয়োজকদের কথা অনুযায়ী, এখন বিভিন্ন স্থানে হ্যালোইন জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। আলিপুরদুয়ারে সেভাবে পালিত হয় না। তবে কিছু বছরের মধ্যে এই উৎসব জনপ্রিয় হবে বলে তাঁদের ধারণা। হ্যালোইনের কথা মাথায় রেখে হোলির সময় ভূতের মুখোশ কিনে রাখেন তরুণ, তরুণীরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বন্যপ্রাণীদের করিডর দিয়ে হুশ হুশ করে যাচ্ছে গাড়ি, সজোরে ধাক্কা…! ছিটকে পড়ল লেপার্ড, বহু চেষ্টাতেও বাঁচল না প্রাণ
বাঙালি এবং ভূত দেখা নিয়ে নানান গা ছমছমে কাহিনী রয়েছে। ভূতের গল্প কোনও আড্ডায় শুরু হলে তা জমে যায়। বিখ্যাত লেখকরা ভূতের গল্পের বই লিখেছেন। এছাড়াও আজকাল ভূতের ওয়েব সিরিজ, টিভি সিরিয়াল তো রয়েছে। এবছর ভূত চতুর্দশী শুরু হচ্ছে ১৯ অক্টোবর দুপুর ১টা ৫৫ মিনিট থেকে। ওইদিন বিকেলে দিতে হয় চোদ্দ প্রদীপ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আলিপুরদুয়ার শহরে হ্যালোইনের এই অনুষ্ঠানে প্রবেশপথের মুখে থাকবে জম্বি সম্পর্কিত কাট আউট। বাঁশ, ফোম, আর্ট পেপার, রং দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে থিমটি। কস্টিউম প্রতিযোগিতা, ট্রেজার হান্ট প্রতিযোগিতা থাকবে বলে জানালেন আয়োজক সাগর গোস্বামী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Oct 17, 2025 4:26 PM IST







