জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের চিলাপাতা রেঞ্জের অন্তর্গত মেন্দাবাড়ি, সাতালি, নাকাডালা এলাকায় চলছে রুট মার্চ। বনকর্মী, বন আধিকারিকরা রয়েছেন এই মার্চে। পাশাপাশি চিলাপাতা-কোদালবস্তি রোডের চেক পোস্টগুলিতে বন্যপ্রাণী এবং বনজ পণ্যের অবৈধ পরিবহন পরীক্ষা করার জন্য নাকা চেকিং বসানো হয়েছে।
advertisement
জলদাপাড়া বনবিভাগের অন্তর্গত চিলাপাতা এলাকায় রয়েছে ঘন জঙ্গল। এই এলাকাতে রয়েছে সিসি লাইন। বন্য প্রাণীদের আনাগোনা এই এলাকায় বেশি। বন কর্মীদের রুট মার্চ চলছে প্রায় ১০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত। ডিভিশনের ডগ স্কোয়াড এবং রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হচ্ছে রুটমার্চ।
জলদাপাড়া বন বিভাগের তরফে জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দাদের আশেপাশে বন্যপ্রাণীর উপস্থিতি সম্পর্কে সতর্ক করা হচ্ছে। বন-সীমান্ত গ্রামগুলিকে সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়াও অজানা বহিরাগতদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। যারা এই অঞ্চলের বন্যপ্রাণীর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এই মহড়ায় পাঁচটি রেঞ্জ অংশগ্রহণ করে। চিলাপাতা, কোদালবস্তি, নীলপাড়া, মাদারিহাট এবং র্যাপিড রেসপন্স টিম।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জলদাপাড়ার এডিএফও নবীকান্ত ঝাঁ ফোনে জানিয়েছেন, “বন্যপ্রাণী শিকার বর্তমানে কম করা গিয়েছে। তবু সতর্ক আমরা। ঠান্ডার সুযোগ নিয়ে জঙ্গলে ঢুকে পড়তে পারে চোরাশিকারীরা। এই জন্যই তল্লাশি চালানো হচ্ছে।” জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগ এলাকার জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।





