TRENDING:

ফুঁসছে দুই নদী, 'এই' পথে যাতায়াত করতে কালঘাম ছুটছে স্থানীয়দের! সেতু না থাকায় চরম দুর্ভোগ

Last Updated:

বছরের বাকি সময় জল দেখা যায় না, কিন্তু বর্ষাকালে ফুলে ফেঁপে ওঠে দুই নদী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, অনন্যা দেঃ জয়গাঁ থেকে রাঙামাটি যাতায়াত এলাকাবাসীর কাছে দুষ্কর হয়ে উঠেছে। বাধ সাধছে গোবরজ্যোতি এবং বাসরা নদী। দুই নদীর জল এতটাই ফুলেফেঁপে রয়েছে, পার করতে কালঘাম ছুটছে স্থানীয়দের।
advertisement

একাধিক ঝোড়া ও নদীতে ঘিরে রয়েছে জয়গাঁ এলাকা। বিশেষত জয়গাঁ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আপার খোকলাবস্তি, লিম্বুলাইন, রাইগাঁও- এই এলাকার পাশ দিয়েই বয়ে চলেছে গোবরজ্যোতি ও বাসরা নদী। বছরের অন্যান্য সময় শুকনো থাকলেও, বর্ষায় ভুটান পাহাড়ের জল এই দুই নদীতে মিলিত হওয়ায় ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্রতিবছরই কয়েকশো বাসিন্দার জমি, এলাকার সড়ক এতে বিলীন হয়ে গিয়েছে বলে দাবি এলাকাবাসীর।

advertisement

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসে ফ্রি টোটো পরিষেবা, যেখানেই যান লাগবে না কোনও পয়সা! শহরে বড় উদ্যোগ

বছরের বাকি সময় এই নদীতে জল দেখা যায় না। কিন্তু বর্ষাকালে ফুলে ফেঁপে ওঠে দুই নদী। এই দুই নদীর ভয়াবহ রূপ সম্পর্কে ওয়াকিবহাল জয়গাঁ এক গ্রাম পঞ্চায়েতের রাইগাঁও, খোকলাবস্তির মানুষজন। বর্ষাকালে এলাকার মানুষের জীবন কার্যত দুর্বিষহ হয়ে ওঠে। নদীতে সেতুর দাবি জানিয়েছেন বাসিন্দারা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

চলছে টানা বৃষ্টি। এই সময় এলাকায় গেলে দেখা যায় নদীর দুই পাড়ে জল কম হওয়ার অপেক্ষায় মানুষ দাঁড়িয়ে রয়েছেন। বৃষ্টি একটু কম হলে জল কমতে থাকে দুই নদীর। তারপর শুরু হয় যাতায়াত। রাঙামাটি এলাকার বাসিন্দারা জানান, এই অঞ্চলের মানুষজন সেতু পেল না। যার জন্য প্রত্যেক বছর এই সমস্যায় পড়তে হয় তাঁদের।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ফুঁসছে দুই নদী, 'এই' পথে যাতায়াত করতে কালঘাম ছুটছে স্থানীয়দের! সেতু না থাকায় চরম দুর্ভোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল