একাধিক ঝোড়া ও নদীতে ঘিরে রয়েছে জয়গাঁ এলাকা। বিশেষত জয়গাঁ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আপার খোকলাবস্তি, লিম্বুলাইন, রাইগাঁও- এই এলাকার পাশ দিয়েই বয়ে চলেছে গোবরজ্যোতি ও বাসরা নদী। বছরের অন্যান্য সময় শুকনো থাকলেও, বর্ষায় ভুটান পাহাড়ের জল এই দুই নদীতে মিলিত হওয়ায় ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্রতিবছরই কয়েকশো বাসিন্দার জমি, এলাকার সড়ক এতে বিলীন হয়ে গিয়েছে বলে দাবি এলাকাবাসীর।
advertisement
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসে ফ্রি টোটো পরিষেবা, যেখানেই যান লাগবে না কোনও পয়সা! শহরে বড় উদ্যোগ
বছরের বাকি সময় এই নদীতে জল দেখা যায় না। কিন্তু বর্ষাকালে ফুলে ফেঁপে ওঠে দুই নদী। এই দুই নদীর ভয়াবহ রূপ সম্পর্কে ওয়াকিবহাল জয়গাঁ এক গ্রাম পঞ্চায়েতের রাইগাঁও, খোকলাবস্তির মানুষজন। বর্ষাকালে এলাকার মানুষের জীবন কার্যত দুর্বিষহ হয়ে ওঠে। নদীতে সেতুর দাবি জানিয়েছেন বাসিন্দারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চলছে টানা বৃষ্টি। এই সময় এলাকায় গেলে দেখা যায় নদীর দুই পাড়ে জল কম হওয়ার অপেক্ষায় মানুষ দাঁড়িয়ে রয়েছেন। বৃষ্টি একটু কম হলে জল কমতে থাকে দুই নদীর। তারপর শুরু হয় যাতায়াত। রাঙামাটি এলাকার বাসিন্দারা জানান, এই অঞ্চলের মানুষজন সেতু পেল না। যার জন্য প্রত্যেক বছর এই সমস্যায় পড়তে হয় তাঁদের।