স্বাধীনতা দিবসে ফ্রি টোটো পরিষেবা, যেখানেই যান লাগবে না কোনও পয়সা! শহরে বড় উদ্যোগ
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
স্বাধীনতা দিবসের দিনটিকে স্মরণীয় করতে সমাজের সকল স্তরের মানুষের জন্য ফ্রি টোটো সার্ভিস চালু করা হয়েছে
সোনামুখী, বাঁকুড়া, দেবব্রত মণ্ডলঃ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহর জুড়ে বিনামূল্যে টোটো পরিষেবা। এই উদ্যোগ নিয়েছে সোনামুখী আই.এন.টি.টি.ইউ.সি পৌর টোটো সার্ভিস ইউনিয়ন। ১৫ অগাস্ট, এই বিশেষ দিনে সোনামুখী শহর জুড়ে সব মানুষকে ফ্রি টোটো সার্ভিস দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে।
আজ ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। এই দিনটিকে স্মরণীয় করতে সমাজের সকল স্তরের মানুষের জন্য ফ্রি টোটো সার্ভিস চালু করেছে সোনামুখী আই.এন.টি.টি.ইউ.সি পৌর টোটো সার্ভিস ইউনিয়ন। একদিনের জন্য মিলবে এই বিশেষ পরিষেবা।
আরও পড়ুনঃ জাতীয় পতাকা তুলতে গিয়ে হাই-ভোল্টেজ শক! স্বাধীনতা দিবসের সকালেই প্রাণ গেল শিক্ষকের
স্টেশন থেকে শহরের অভিমুখে হোক বা শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা থেকে শহরের অন্য কোনও কোণা, যেখানেই যাবেন মিলবে বিনামূল্যে টোটো পরিষেবা। স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। মোট ২০০টি টোটো আজ সারাদিন এই পরিষেবা দিয়ে যাবে।
advertisement
advertisement
সোনামুখীর পৌরপিতা সন্তোষ মুখার্জী জানান, সোনামুখী পৌরসভার তরফ থেকে ওঁদের এই উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ। তাঁদের এই মহতী উদ্যোগ সারা সোনামুখীবাসীর কাছে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 15, 2025 11:33 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্বাধীনতা দিবসে ফ্রি টোটো পরিষেবা, যেখানেই যান লাগবে না কোনও পয়সা! শহরে বড় উদ্যোগ