জাতীয় পতাকা তুলতে গিয়ে হাই-ভোল্টেজ শক! স্বাধীনতা দিবসের সকালেই প্রাণ গেল শিক্ষকের
- Published by:Madhab Das
- local18
Last Updated:
জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে শুক্রবার সাতসকালেই প্রাণ হারালেন এক শিক্ষক। বেসরকারি স্কুলের ওই শিক্ষকের আকস্মিক প্রাণহানির ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
হাড়োয়া, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: দেশজুড়ে পালিত হচ্ছে ৭৯ তম স্বাধীনতা দিবস ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি অফিস ও অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যথাযথ সম্মান প্রদান করা হচ্ছে। তবে এসবের মধ্যেই একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলও পশ্চিমবঙ্গ।
জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে শুক্রবার সাতসকালেই প্রাণ হারালেন এক শিক্ষক। বেসরকারি স্কুলের ওই শিক্ষকের আকস্মিক প্রাণহানির ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কীভাবে ঘটল এমন মর্মান্তিক ঘটনা? ঘটনা মর্মান্তিক হলেও ঘটনাটি অসাবধানতার কারণেই হয়েছে বলে জানা যাচ্ছে। তবে সে যাই হোক, যখন দেশের আপামর জনতা দেশ স্বাধীনের দিনটিকে আনন্দের সঙ্গে পালন করছেন সেই সময় এমন ঘটনা দুর্ভাগ্যজনক ছাড়া আর কিছু আখ্যা দেওয়া যায় না।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার মল্লিকপুর একটি বেসরকারি স্কুলে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ৭৯ তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করছিলেন, সেই সময় লোহার পাইপ মাথা ঠেকে যায় উচ্চসম্পন্ন বিদ্যুতের তারে। তখনই বিদ্যুৎপৃষ্ট হন ৬২ বছরের মনোয়ার হোসেন। দ্রুত তাকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
বেসরকারি স্কুলের ওই শিক্ষকের বাড়ি হাড়োয়া থানার ঝিংকিয়া গ্রামে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অসাবধানতার জন্য বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক শিক্ষকের প্রাণ চলে গেল এমনটা মনে করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য হাড়োয়া থানার পুলিশ মৃতদেহ বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গের পাঠিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 15, 2025 10:56 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জাতীয় পতাকা তুলতে গিয়ে হাই-ভোল্টেজ শক! স্বাধীনতা দিবসের সকালেই প্রাণ গেল শিক্ষকের