advertisement
কিন্তু পাহাড় জুড়ে প্রশ্ন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর থাকাকালীনই কেন পাহাড়ে হাজির হলেন অসমের মুখ্যমন্ত্রী? সূত্রের খবর, হিমন্তের এই সফর নিয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি। তবে সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠকে বসতে পারেন অসমের মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে কথা হতে পারে।
আরও পড়ুন: নতুন পরিকল্পনা তৃণমূলের, গ্রামে-গ্রামে যাচ্ছেন নেতারা! লক্ষ্য কিন্তু স্পষ্ট
তাহলে কি মমতা–হিমন্ত বৈঠক হবে দার্জিলিংয়ে? এই বৈঠক হবে কিনা তা এখনও কোনও নিশ্চিত ঘোষণা হয়নি। তবে একটি বিশেষ উদ্দেশেই দার্জিলিংয়ে এসেছেন অসমের মুখ্যমন্ত্রী, এমনটাই মনে করছেন অনেকে। রাজ্যপাল জগদীপ ধনখড় যেদিন পাহাড়ে এলেন সেদিনই এলেন অসমের মুখ্যমন্ত্রী। সুতরাং এই সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
আরও পড়ুন: বাম আমলে বিধানসভা ভাঙচুরে কী ব্যবস্থা? হঠাৎ হাই কোর্টে উঠে গেল 'সেই' প্রসঙ্গ!
তবে, এদিন হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে নিজের ছবি ট্যুইট করে রাজ্যপাল ধনখড়। পাল্টা রাজ্যপালকে নিয়ে ট্যুইট করেন অসমের মুখ্যমন্ত্রী।