Tmc in Assam: নতুন পরিকল্পনা তৃণমূলের, গ্রামে-গ্রামে যাচ্ছেন নেতারা! লক্ষ্য কিন্তু স্পষ্ট

Last Updated:

Tmc in Assam: অসমেও গ্রামে গ্রামে জনসংযোগ শুরু করছেন তৃণমূল কংগ্রেস নেতারা৷ 

অসমে এগোচ্ছে তৃণমূল
অসমে এগোচ্ছে তৃণমূল
#গুয়াহাটি: উত্তর-পূর্ব ভারতে সংগঠন শক্তিশালী করতে উঠেপড়ে নেমেছে তৃণমূল কংগ্রেস। অসম, মেঘালয়, ত্রিপুরার মতো রাজ্যে সংগঠন শক্তিশালী করতে কর্মীদের মাঠে ময়দানে নেমে জনসংযোগ করতে নির্দেশ দিয়েছেন। অসমের একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই জনসংযোগের কাজ শুরু করে দিয়েছে। অসম তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, পশ্চিম সোনাইয়ের তরুতাজবারী জিপির ৭০টি পরিবার তৃণমূলে যোগদান করলেন। অসম তৃণমূল কংগ্রেসের সম্পাদক ডাঃ এম শান্তি কুমার সিংহের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সবাই। স্থানীয় গন্ধেশ্বরী মন্দির প্রাঙ্গনে আয়োজিত এই যোগদান সভার পৌরহিত্য করেন তপন মাল।
বক্তব্য রাখেন আহমেদ হুসেইন, কর্না সিংহ, অমিত রাজাক ,তাপস বাগদি, বিশ্বনাথ মাল ও গুলশান ভর প্রমুখ। বর্তমান পরিস্থিতিতে আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য , বেকারত্বের উপর পর দুই দুইবারে বন্যার জলে সর্বস্ব হারা পরিবারবর্গের প্রতি আসাম সরকারের বৈমাতৃসুলভ আচরণ করেছেন। এই অঞ্চলে সোনাইয়ের বর্তমান বিধায়ক একবারও এসে খবর নেননি তাদের।
advertisement
advertisement
স্থানীয় যুবক  তাপস বাগদি বলেন পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেস সরকার জনহিতকর কাজ করে য়াচ্ছেন ত সবার জানা উচিত। এছাড়া যে ভাবে মোদি শাহ জুটিকে ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছেন তা দেশের রাজনৈতিক ইতিহাসে উল্লখযোগ্য হয়ে আছে। অসমেও তৃণমূলের গুরুত্ব বাড়ছে, ২০২১ এর বিধানসভা নির্বাচনে সোনাই থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে হারার পরেও ডাঃ শান্তিকুমার সিংহ যেভাবে জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন করে যাচ্ছেন এবং আজ ও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য এলাকাবাসীর মনে তৃণমূল কংগ্রেসের প্রতি আকৃষ্ট হচ্ছেন। তাই আজ আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছি।''
advertisement
প্রধান অতিথির ভাষনে ডাঃ শান্তিকুমার সিংহ বলেন অসমের মুখ্যমন্ত্রী নাগরিকের কোটি কোটি  টাকা আকাশ ভ্রমণে খরচ করেছেন, অন্যদিকে বন্যাকবলিত গ্রামবাসীরা আজ ও সঠিক ভাবে ত্রাণসামগ্রী এবং কমপেনসেসন পাননি। আকাশ ছোয়া দ্রব্যমুল্যের দাম , বেকারত্বের সমস্যা সমাধানে বিফল হয়েছেন সরকার। অসমে রিপুন বরার নেতৃত্ব তৃণমূল কংগ্রেস শক্তিশালী হচ্ছে ।
বাংলা খবর/ খবর/দেশ/
Tmc in Assam: নতুন পরিকল্পনা তৃণমূলের, গ্রামে-গ্রামে যাচ্ছেন নেতারা! লক্ষ্য কিন্তু স্পষ্ট
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement