স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল প্রায় তিনটে নাগাদ গ্রামের একটি পুকুরে স্নান করতে যান দুই ব্যক্তি। ওই পুকুরেই জল দেওয়ার জন্য একটি বৈদ্যুতিক মোটর লাগানো ছিল। স্থানীয়দের প্রাথমিক অনুমান, মোটরের বৈদ্যুতিক তার শর্ট সার্কিট হয়ে যায় এবং পুকুরের জলে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: মালদহ, মুর্শিদাবাদের ভাঙ্গন রুখতে রিপোর্ট তৈরির কাজ শুরু, অর্থ দেবে কে? কেন্দ্রের সাহায্য?
advertisement
সেই কারণেই ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁদের। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার বিশাল পুলিশ। দেহ দুটি উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে অঘটন! ডুয়ার্সে হড়পা বানের তাণ্ডব, পাহাড়ি নদীতে তলিয়ে গেল আস্ত ট্রাক্টর!
পরে দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠান হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
স্থানীয়দের অভিযোগ, বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।