পাশাপাশি ৬ অক্টোবর থেকে উত্তর সিকিমের মংগন সহ আশপাশের এলাকায় দুর্গত মানুষকে দু’বেলা খাবার পৌঁছে দেওয়া থেকে শীতের পোশাক, কম্বল সবকিছুই ইসকনের তরফে দেওয়া হচ্ছে। যে সমস্ত জায়গায় রান্না করার মতো পরিস্থিতি নেই বা রান্নার জিনিস পৌঁছানোয় সমস্যা, সেখানের মানুষদের মধ্যে শুকনো খাবার, ফল, বিলি করা হচ্ছে।
ইসকনের উত্তর-পূর্ব ভারতের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস বলেছেন,”বিপর্যয়ের দুদিন পর থেকে আমরা সিকিমের বিপর্যস্ত এলাকার মানুষের পাশে রয়েছি। এখনও বহু এলাকায় যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়নি। আমরা সেখানেও পৌঁছানোর চেষ্টা করছি।’ তাঁর সংযোজন, ‘সিকিম এবং শিলিগুড়ি শাখা থেকে ১৫ জনের একটি দল গঠন করা হয়েছে। তাঁরাই প্রতিদিন সকাল থেকে রাত মানুষের সেবায় কাজ করছেন। সিকিম সরকারের সহযোগিতায় আমরা আরও দুর্গম এলাকায় পৌঁছে প্রচুর মানুষের কাছে পৌঁছাতে চাইছি।’
advertisement
অনির্বাণ রায়