বিষয়টি জানাজানি হতেই অন্যান্য রোগীর পরিজনরা এ নিয়ে প্রবলভাবে ক্ষুব্ধ হয়ে পড়লে হাসপাতালে নিরাপত্তারক্ষীরা তাঁদের ক্যাম্পাস থেকে বের করে দেয় বলে অভিযোগ। জানা গিয়েছে, নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে এদিন দুই মহিলা মদ্যপ অবস্থায় ঢুকে পড়েন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে। সেখানে ঢুকে একটি সদ্যজাত শিশুকে চুরি করা পালানোর চেষ্টা করে দুই মহিলা। বিষয়টি নজরে আসতেই দুই মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন ওয়ার্ডের কর্তব্যরত নার্সেরা।
advertisement
আরও পড়ুন : সবাই যখন আনন্দে, তখন ওটিতে চলছিল লড়াই ! জীবন-মৃ*ত্যুর খেলায় জয় ডাক্তারদের! কীভাবে সম্ভব হল জানুন
তাদের কাছে থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ বাহিনী। পরে বালুরঘাট থানার পুলিশ ওই দুজন মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে। তবে, তাঁরা দুজনেই অসংলগ্ন কথাবার্তা বলছিলেন বলে খবর। তাদের কোলে আরও একটি শিশু ছিল। তবে সেই বাচ্চাটি কাদের, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও এদিন ঠিক কি হয়েছিল তাও খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এখন পর্যন্ত এনিয়ে জেলা হাসপাতালের কাছে কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই হাসপাতালে তরফে জানানো হয়েছে। এদিকে এই ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয়েছে। খোদ হাসপাতাল সুপার নিজেই বিভিন্ন ওয়ার্ডে ফোন করে সতর্ক করেছেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষীদের নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে পুলিশ ধৃত দুজনের নাম পরিচয় জানার চেষ্টা করছে।