TRENDING:

ইন্দো-ভুটান রিভার কমিশন নিয়ে নয়া সিদ্ধান্ত! যা জানাল কেন্দ্র, শুনেই মাথায় হাত আলিপুরদুয়ারবাসীর

Last Updated:

ভুটানের পাহাড় থেকে সৃষ্ট নদীগুলি অধিকাংশ প্রবাহিত হয়েছে আলিপুরদুয়ার জেলার মধ্য দিয়ে। বর্ষাকালে বৃষ্টি হলে আলিপুরদুয়ার জেলার অধিকাংশ স্থান বন্যা পরিস্থিতি তৈরি করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: ভুটানের পাহাড় থেকে সৃষ্ট নদীগুলি অধিকাংশ প্রবাহিত হয়েছে আলিপুরদুয়ার জেলার মধ্য দিয়ে। বর্ষাকালে বৃষ্টি হলে আলিপুরদুয়ার জেলার অধিকাংশ স্থান বন্যা পরিস্থিতি তৈরি করে। ইন্দো-ভুটান রিভার কমিশন নিয়ে মানুষের মনে আশা জেগেছিল, কিন্তু কমিশন কেন্দ্রের পক্ষ থেকে নাকচ হওয়ার পর মন ভাল নেই আলিপুরদুয়ারবাসীর।
advertisement

তোর্ষা, রায়ডাক, সংকোশ, কালজানি প্রতিটি নদী ভুটান পাহাড় থেকে সৃষ্ট। এছাড়াও আরও কিছু ছোট নদী রয়েছে। বছরের অন্যান্য সময় এই নদীর রূপ ভিন্ন দেখা গেলেও বর্ষায় আগ্রাসী হয়ে ওঠে নদীগুলি। বন্যা পরিস্থিতি দেখা যায় জেলার বিভিন্ন এলাকায়। ১৯৯৩ সালে ভুটানের নদীর জল প্রবেশ করে বন্যা হয় হ্যামিল্টনগঞ্জ এলাকায়। আলিপুরদুয়ার শহরেও দেখা যায় বন্যা। এখনও সামান্য বৃষ্টিতে জলে ডুবে যায় আলিপুরদুয়ার শহরের কিছু এলাকা। অথচ কেন্দ্র জানিয়ে দিল, ইন্দো-ভুটান রিভার কমিশন গঠন করার কোনও পরিকল্পনা এখনও নেই।

advertisement

আরও পড়ুন: ভাড়া বাড়ির গৃহকর্ত্রীকে ‘মা’ সাজিয়ে ভারতীয় ভোটার! বাংলাদেশি মহিলা-ছেলের অবিশ্বাস্য কৌশল, ফাঁস চমকে দেওয়ার মতো ঘটনা

View More

এই নিয়ে ক্ষুব্ধ আলিপুরদুয়ার জেলাবাসী। জন প্রতিনিধি সুমন কাঞ্জিলাল জানান, “আমরা সেই তিমিরেই থাকলাম। বন্যা হয়ে যাক আমরা সর্বস্ব হারাই, কারও কোনও মাথা ব্যথা নেই।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

রিভার কমিশন তৈরি না হলে রায়ডাক, সংকোশ, তোর্ষা নদীর জলে  আলিপুরদুয়ারের জায়গাগুলি ডুবে যাবে। কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আপাতত কমিশন গঠনের বদলে দু’দেশের মধ্যে সমস্যা নিয়ে আলোচনা শুরু হচ্ছে। সেই পরিস্থিতি মোকাবিলার জন্য তিনটি কমিটি গঠন করা হয়েছে। দু’দেশের মধ্যে সীমান্তবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য ‘জয়েন্ট গ্রুপ অফ এক্সপার্ট’ (জেজিই), ‘জয়েন্ট টেকনিক্যাল টিম’ (জেটিটি) এবং ‘জয়েন্ট এক্সপার্ট টিম (জেইটি)’- এই কমিটিগুলি বৈঠক করে বন্যা এবং নদীর বিষয়গুলি নিয়ে আলোচনা করবে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ইন্দো-ভুটান রিভার কমিশন নিয়ে নয়া সিদ্ধান্ত! যা জানাল কেন্দ্র, শুনেই মাথায় হাত আলিপুরদুয়ারবাসীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল