সামনে গিয়ে দেখতেই ভয়ে কাঁটা স্থানীয়রা। ফের জঙ্গল থেকে উদ্ধার বিশাল আকৃতির অজগর! লোকালয়ে সাপটি চলে আসায় ভয়ে কার্যত সিঁটিয়ে রয়েছেন এলাকার স্থানীয়রা।
এদিন ডুয়ার্সের কালিম্পং সংলগ্ন গরুবাথান ব্লকের সাকাম বনবস্তি এলাকা থেকে একটি ১৪ ফুটের অজগর সাপ উদ্ধার করল নেওড়া রেঞ্জের বনকর্মীরা।
আরও পড়ুন- দুর্গাপুজোর আগে হাওয়া বদল,ভ্যাপসা গরম,কয়েক ঘণ্টার বিরতিতে ঝেঁপে বৃষ্টি
advertisement
ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, এদিন চড়ে বেড়ানো ছাগল, মুরগিরা ভয়ে ছোটাছুটি করতে শুরু করে। তখনই অজগর সাপটিকে সাকাম বনবস্তি এলাকায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।
স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। লোকালয়ে শুধু ছাগল, মুরগিই নয়, কচিকাঁচারাও ঘুরে বেড়ায়, খেলাধুলা করে। সেখানে বিশালাকৃতি ভয়ানক অজগর সাপের আনাগোনা দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
তাঁরা সাপটিকে ধরতে গেলে সেটি একটি পাথরের আড়ালে ঢুকে পড়ে। দ্রুত খবর দেওয়া হয় বনদফতরের কর্মীদের। খবর পেয়ে নেওড়া রেঞ্জের বনকর্মীরা এসে বেশ খানিকক্ষণের চেষ্টায় অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন- বিশ্বকর্মা পুজোর আনন্দ বদলে গেল বিষাদে, আর বাড়ি ফেরা হল না পড়ুয়ার, যা হল…
এই প্রসঙ্গে নেওড়া রেঞ্জের বিট অফিসার প্রমোদ তামাং বলেন, “উদ্ধার হওয়া অজগর সাপটি ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির। ১৪ ফুট লম্বা এই সাপটিকে নেওড়া রেঞ্জের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
সুরজিৎ দে