এতে রেলের কামরায় বসেই রেস্টুরেন্টের আমেজ পেতে পারেন রেল যাত্রীরা। তবে শুধু রেলযাত্রীরা নন, পর্যটকদের কাছেও বর্তমানে রেল রেস্তোরাঁ একটি অন্যতম গন্তব্য। অর্থাৎ রেলযাত্রী নন এমন ব্যক্তিরাও এই রেল রেস্টুরেন্টের সুবিধা নিতে পারেন। এর জন্য কাটতে হবে না কোনও টিকিট বা করতে হবে না রেল সফর। উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: ১৪ ফেব্রুয়ারি ছুটি থাকবে স্কুলে, কোথায় কোথায় নির্দেশিকা জারি? দেখে নিন তালিকা
আপাত দৃষ্টিতে দেখলে বাইরে থেকে মনে হবে কোনও লাক্সারি রেলের কামরা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ভিতরে ঢুকলেই দেখা মিলবে রেস্টুরেন্টের। খাবারও মিলবে সব। ভেজ থেকে শুরু করে ননভেজ, আপনি অর্ডার করলেই চলে আসবে ডিশ। উত্তর- পূর্ব রেলের তরফে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে রেলের তরফে ইতিমধ্যে তৈরি করা হয়েছে দুটি রেল কোচ রেস্টুরেন্ট। মূলত রেল যাত্রা করার সময় সবচেয়ে বড় রেলযাত্রীরা সমস্যায় হয় ভালো খাবার। সেই সমস্যার কথা মাথায় রেখেই রেলের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: পিছিয়ে না পড়ে জীবনকে চাঙ্গা করুন, বিদেশে এই ফুলকে ‘ইন্ডিয়ান ভায়াগ্রা’ বলে! বসন্তকালেই মেলে, জানুন
যাত্রীরা যাতে একেবারে রেলের কামরাতে বসে সুস্বাদু খাবার উপভোগ করতে পারে তারই ব্যবস্থা করা হয়েছে রেলের তরফে। শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের কাঞ্চনজঙ্ঘা রেস্ট হাউসের ঠিক পাশেই রয়েছে এই রেল কোচ রেস্টুরেন্ট।S S এন্টারপ্রাইজের পরিচালনায় প্রতিদিন সকালে জলখাবার থেকে শুরু করে রাতের ডিনার সমস্ত কিছুই পাবেন এখানে। এছাড়াও এখানে সামান্য দামে পাবের সুস্বাদু ইন্ডিয়ান , চাইনিজের রকমারি খাওয়ার। এই রেল কোচ রেস্টুরেন্টে সমস্ত রকম রেল যাত্রীদের কথা মাথায় রেখেই দাম রাখা হয়েছে একেবারে সামান্য। তাই রেলের কামড়ায় বসে সুস্বাদু খাবার উপভোগ করতে চলে আসতে হবে এখানে।
অনির্বাণ রায়