TRENDING:

Indian Railways: ট্রেনে উঠতে লাগবে না টিকিট, বরং খেতে পারবেন লোভনীয় খাবার! দারুণ সুযোগটি কোথায়?

Last Updated:

Indian Railways: আপাতদৃষ্টিতে দেখলে বাইরে থেকে মনে হবে কোনও লাক্সারি রেলের কামরা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ভিতরে ঢুকলেই দেখা মিলবে রেস্টুরেন্টের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: রেলের কোচে বসে সুস্বাদু খাবার খাওয়ার দারুণ সুযোগ নিয়ে এলো উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য দিতে ও নতুন অভিজ্ঞতা প্রদানের জন্য ভারতীয় রেল সদা সর্বদা তৎপর। সেই কারণেই একের পর এক কোচ রেস্তোরাঁ চালু করছে রেলওয়ে।
advertisement

এতে রেলের কামরায় বসেই রেস্টুরেন্টের আমেজ পেতে পারেন রেল যাত্রীরা। তবে শুধু রেলযাত্রীরা নন, পর্যটকদের কাছেও বর্তমানে রেল রেস্তোরাঁ একটি অন্যতম গন্তব্য। অর্থাৎ রেলযাত্রী নন এমন ব্যক্তিরাও এই রেল রেস্টুরেন্টের সুবিধা নিতে পারেন। এর জন্য কাটতে হবে না কোনও টিকিট বা করতে হবে না রেল সফর। উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: ১৪ ফেব্রুয়ারি ছুটি থাকবে স্কুলে, কোথায় কোথায় নির্দেশিকা জারি? দেখে নিন তালিকা

আপাত দৃষ্টিতে দেখলে বাইরে থেকে মনে হবে কোনও লাক্সারি রেলের কামরা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ভিতরে ঢুকলেই দেখা মিলবে রেস্টুরেন্টের। খাবারও মিলবে সব। ভেজ থেকে শুরু করে ননভেজ, আপনি অর্ডার করলেই চলে আসবে ডিশ। উত্তর- পূর্ব রেলের তরফে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে রেলের তরফে ইতিমধ্যে তৈরি করা হয়েছে দুটি রেল কোচ রেস্টুরেন্ট। মূলত রেল যাত্রা করার সময় সবচেয়ে বড় রেলযাত্রীরা সমস্যায় হয় ভালো খাবার। সেই সমস্যার কথা মাথায় রেখেই রেলের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

advertisement

View More

আরও পড়ুন: পিছিয়ে না পড়ে জীবনকে চাঙ্গা করুন, বিদেশে এই ফুলকে ‘ইন্ডিয়ান ভায়াগ্রা’ বলে! বসন্তকালেই মেলে, জানুন

যাত্রীরা যাতে একেবারে রেলের কামরাতে বসে সুস্বাদু খাবার উপভোগ করতে পারে তারই ব্যবস্থা করা হয়েছে রেলের তরফে। শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের কাঞ্চনজঙ্ঘা রেস্ট হাউসের ঠিক পাশেই রয়েছে এই রেল কোচ রেস্টুরেন্ট।S S এন্টারপ্রাইজের পরিচালনায় প্রতিদিন সকালে জলখাবার থেকে শুরু করে রাতের ডিনার সমস্ত কিছুই পাবেন এখানে। এছাড়াও এখানে সামান্য দামে পাবের সুস্বাদু ইন্ডিয়ান , চাইনিজের রকমারি খাওয়ার। এই রেল কোচ রেস্টুরেন্টে সমস্ত রকম রেল যাত্রীদের কথা মাথায় রেখেই দাম রাখা হয়েছে একেবারে সামান্য। তাই রেলের কামড়ায় বসে সুস্বাদু খাবার উপভোগ করতে চলে আসতে হবে এখানে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railways: ট্রেনে উঠতে লাগবে না টিকিট, বরং খেতে পারবেন লোভনীয় খাবার! দারুণ সুযোগটি কোথায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল