অতীতে কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশন এবং আলফার মত জঙ্গি সংগঠনের উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গে ঘনঘন নাশকতার কারণে রেলপথে কড়া নজরদারি চালানো হত৷ পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হানার ঘটনা থেকে বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতিতে সতর্কমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে রেল দফতর।বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী রেললাইন ও রেল স্টেশন, রেল সেতুতে নজরদারি বাড়ানো হয়েছে। আরপিএফ থেকে নজরদারি করা হয়েছে তিস্তা রেলসেতু থেকে চ্যাংরাবান্দা পর্যন্ত বলে আরপিএফের ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান।
advertisement
এদিন জলপাইগুড়ি রোড স্টেশন ও চ্যাংরাবান্দা স্টেশনে যাত্রীবাহী ট্রেনেও তল্লাশি চালায় আরপিএফ। এমনকি তিস্তার উপর রেলসেতু থেকে চ্যাংরাবান্দার মধ্যে থাকা ছোট ছোট কালভার্ট, ছোট ঝোড়ার উপর থাকা ছোট সেতুর নিচে, রেললাইনে নজরদারি ও টহল দিয়েছে আরপিএফ। সন্দেহজনক ব্যাগ, রেললাইনের ধারে পড়ে থাকে বিভিন্ন সন্দেহজনক সামগ্রীকে তুলে এনে পরীক্ষা করে আপাতত কিছুই পায়নি আরপিএফ।
সুরজিৎ দে





