মূলত সময়ে ট্রেনের চলাচল ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের জন্য এই ধরনের আন্তর্জাতিক মানের স্বীকৃতি দেওয়া হয় রেলওয়ে ডিভিশনকে। রেলওয়ে ডিভিশনের অন্তর্গত রেলওয়ে স্টেশনগুলির কাজের দ্রুততা, জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা ও মনোরম পরিবেশের মান নির্ধারণের পর এই ধরনের শংসাপত্র দেওয়া হয়।
আরও পড়ুন: আর জ্যামে ফাঁসা নয়, এবার স্যাট করে যাওয়া যাবে কলকাতা-শিলিগুড়ি! খুলতে চলেছে ৫২১ কোটি টাকার নতুন সেতু
advertisement
মালদহ রেলওয়ে ডিভিশনের ডিআরএম মানিস কুমার গুপ্তা জানান, “5S মেথডোলজি হচ্ছে একটি জাপানিমানের ব্যবস্থাপনা পদ্ধতি। এই ব্যবস্থাপনা পদ্ধতি রেলওয়ে স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা, মনোরমগত পরিবেশ সহ একাধিক মান নির্ধারণ করা হয়। স্টেশনগুলির মধ্যে কোনরকম অব্যবহার যোগ্য ফাঁকা স্থান থাকবে না। পাশাপাশি ISO হচ্ছে যেখানে রেলওয়ে ডিভিশনের অন্তর্গত সমস্ত রেলওয়ে স্টেশনের কাজের গতি ও পণ্যের মান দেশ-বিদেশে রফতানির ক্ষেত্রে মান যোগ্য থাকবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহ রেল ডিভিশনের অধীনে সব মিলিয়ে প্রায় ১০০ টি স্টেশন রয়েছে। ইতিমধ্যে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে আধুনিক রূপে সাজান হয়েছে মালদহ ডিভিশনের অন্তর্গত একাধিক রেলওয়ে স্টেশনগুলি। এবারে সেই রেলওয়ে স্টেশনগুলির পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ও কাজের মান নির্ধারণ করে আন্তর্জাতিক মানের শংসাপত্র পেল মালদহ রেলওয়ে ডিভিশন।
জিএম মোমিন





