জীবনের থেকে বড় কিছু নয়—তা আরও একবার প্রমাণ করলেন আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়িগামী টুরিস্ট স্পেশ্যাল ট্রেনের চালক বিশ্বজিৎ সরকার এবং সহকারী চালক মোহন কুমার। ঘটনাটি ঘটেছে চাপরামাড়ি জঙ্গলের মাঝে, নাগরাকাটা ও চালশার মাঝামাঝি ৭২/২ নম্বর পিলারের কাছে।
আরও পড়ুন: বিশাল স্টেজ, চেয়ারও দেখার মত…! ঝাঁ চকচকে অত্যাধুনিক অডিটোরিয়াম, স্বপ্নপূরণ বেলদাবাসীর
advertisement
বুধবার বিকাল নাগাদ আচমকাই একটি পূর্ণবয়স্ক হাতি জলপাইগুড়ি চাপরামাড়ি জঙ্গল থেকে বেরিয়ে এসে রেল লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে। দূর থেকে সেই দৃশ্য চোখে পড়ে ট্রেন চালকদের। কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন তাঁরা। যাত্রীদের অপেক্ষায় রেখে, প্রায় ১৫ মিনিট লাইনের উপর দাঁড়িয়ে থাকে ট্রেনটি, যতক্ষণ না হাতিটি নিজে থেকে লাইনের পাশ দিয়ে জঙ্গলে ফিরে যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রেল দফতরের তরফ থেকে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চালকদের মানবিক ভূমিকার প্রশংসা করা হয়েছে। জীবনের প্রতি এই সম্মান এবং সচেতনতার উদাহরণ হয়ে থাকল এই মুহূর্ত। প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করল এই ঘটনা— যেখানে প্রযুক্তি আর সংবেদনশীলতার মেলবন্ধনেই হয় সঠিক সিদ্ধান্ত।
সুরজিৎ দে