বিশাল স্টেজ, চেয়ারও দেখার মত...! ঝাঁ চকচকে অত্যাধুনিক অডিটোরিয়াম, স্বপ্নপূরণ বেলদাবাসীর

Last Updated:

জেলার মধ্যে এত ঝাঁ চকচকে এবং অত্যাধুনিক অডিটোরিয়াম। প্রতিটি চেয়ার যেন সিনেমা হলের মত, বিশাল স্টেজ শুধু নয়, রয়েছে দ্বিতলে বসার জায়গা।

+
বেলদা

বেলদা অডিটোরিয়াম 

পশ্চিম মেদিনীপুর: সরকারি অডিটরিয়াম। রাজ্য সরকারের উদ্যোগে এবং স্থানীয় বিধায়কের তৎপরতায় বাম আমলে শুরু হওয়া অডিটোরিয়াম সম্পন্ন হয়েছে চলতি বছর। তবে অডিটোরিয়াম ঘুরে দেখলে খানিক অবাক হতে হয়। কারণ জেলার মধ্যে এত ঝাঁ চকচকে এবং অত্যাধুনিক অডিটোরিয়াম বোধ হয় আর নেই। প্রতিটি চেয়ার যেন সিনেমা হলের মত, বিশাল স্টেজ শুধু নয়, রয়েছে দ্বিতলে বসার জায়গাও। একদিকে যেমন সাধারণ মানুষের দাবি পূরণ হয়েছে, তেমনই সাংস্কৃতিক নানা চর্চার এক অন্যতম প্রাণকেন্দ্র হবে এই অডিটরিয়াম, এমনই মনে করছেন ওয়াকিবহাল মহল। বিশাল আয়তন জায়গা জুড়ে এই অডিটোরিয়াম জেলার নজর কেড়েছে।
পশ্চিম মেদিনীপুরের এক পরিচিত শহর বেলদা। নারায়ণগড় ব্লকের অধীন এই শহরে অডিটোরিয়াম তৈরি দীর্ঘদিনের দাবি। সেই মত বাম আমলে কাজ শুরু হয়। তবে দীর্ঘদিনের দাবি কোনও মতেই মিটছিল না। তবে সংস্কৃতিমনস্ক বিধায়ক সূর্যকান্ত অট্ট নির্বাচিত হওয়ার পর, প্রথমেই তদবির করেন এই অডিটোরিয়ামের কাজ সম্পূর্ণ করার। তবে চলতি বছরই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে অডিটোরিয়ামটি। যেখানে রয়েছে প্রায় ১০০০ জনের বসার জায়গা। শুধু তাই নয় প্রতিটি চেয়ার অত্যাধুনিক এবং আরামদায়ক। এছাড়াও গোটা অডিটোরিয়াম জুড়ে রয়েছে সাউন্ড সিস্টেম এবং নানা আধুনিক পরিষেবা।
advertisement
advertisement
২৫ মিটার চওড়া এবং প্রায় ২০০ জনের মত বসার স্টেজ। স্বাভাবিকভাবে জেলার এক অন্যতম বড় অডিটোরিয়াম এটি, এমনটাই মনে করছেন স্থানীয়রা। পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক ব্লকে অডিটোরিয়াম থাকলেও নারায়ণগড় ব্লকে কোনও অডিটোরিয়াম ছিল না। স্বাভাবিকভাবে কখনও রাস্তায় কখনও আবার স্কুল ভাড়া নিয়ে করতে হত অনুষ্ঠান। স্বাভাবিকভাবে বেশ সমস্যায় পড়তে হত সকলকে। এবার সেই মুশকিল আসান।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
লম্বা চওড়া এবং এতজন বসার জায়গা সম্বলিত অডিটোরিয়াম চালু হয়েছে। স্বাভাবিকভাবে বেশ খুশি সকলে। যদিও এই অডিটরিয়ামটি পরিচালনা করবে নারায়ণগড় পঞ্চায়েত সমিতি। প্রয়োজনে যে কেউ ভাড়া নিয়ে ব্যবহার করতে পারবে অডিটোরিয়ামটি। স্বাভাবিকভাবে সংস্কৃতি চর্চা এবং সাংস্কৃতিক নানা অনুষ্ঠান বেশ স্বাচ্ছন্দে করা যাবে এখানে।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিশাল স্টেজ, চেয়ারও দেখার মত...! ঝাঁ চকচকে অত্যাধুনিক অডিটোরিয়াম, স্বপ্নপূরণ বেলদাবাসীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement