নগরকাটা–চালসা রেলপথে ছুটছিল ১৩১৫০ ডাউন কান্চনকন্যা এক্সপ্রেস। হঠাৎই লোকো পাইলট এস. টোপ্পো এবং সহকারী শুভ্রত হালদারের চোখে পড়ে, একটি পূর্ণবয়স্ক হাতি সরাসরি ট্রেনের দিকে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে জোরে ব্রেক কষে দেন তাঁরা। থমকে দাঁড়ায় ট্রেন। ফলে অল্পের জন্য এড়িয়ে যায় অঘটন।
আরও পড়ুন: ঝোপের মধ্যে নড়াচড়া করছে বিশালাকৃতির ওটা কী! কাছে যেতেই জ্ঞান হারানোর অবস্থা, আসতে হল বনকর্মীদের
advertisement
জলপাইগুড়ি বন দফতর এবং রেল দফতর যৌথভাবে চাপরামারি জঙ্গলের মধ্যে আধুনিক ডিভাইস বসানো হয়েছে যে ডিভাইসের মধ্যে হাতি যদি ট্র্যাকের মধ্যে চলে আসে তাহলে রক্ষণাত রেল কর্মী এবং বন দফতর নোটিফিকেশন চলে যাবে। সেটা কতটা কাজ করছে সেটা এখন দেখবার বিষয়। ট্রেন থামার পর চালক মোবাইলে হাতিটির গতিবিধির ভিডিও-ও করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই ভিডিওতে দেখা যায়, লাইনের একেবারে পাশে দাঁড়িয়ে আছে হাতিটি। পাশে দাঁড়ানো ট্রেন দেখেও প্রথমে সে সরে যায়নি, বরং শুঁড় তুলেছিল। পরে চালক হুইসল বাজালে কিছুটা দূরে সরে দাঁড়ায়। তবে পুরোপুরি এলাকা ছাড়েনি। প্রায় ১০ মিনিট লাইনের ধারে দাঁড়িয়ে থাকার পর অবশেষে পাশের জঙ্গলে ঢুকে পড়ে সে। তার পরেই পুনরায় যাত্রা শুরু করে কান্চনকন্যা এক্সপ্রেস।