ঝোপের মধ্যে নড়াচড়া করছে বিশালাকৃতির ওটা কী! কাছে যেতেই জ্ঞান হারানোর অবস্থা, আসতে হল বনকর্মীদের

Last Updated:
গৃহস্থের বাড়ির ভেতরে ঝোঁপের মধ্যে লুকিয়ে ছিল বিশাল আকৃতির একটি অজগর সাপ। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায়‌ বলরামপুরে।
1/6
বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : গৃহস্থের বাড়ির ভেতরে ঝোঁপের মধ্যে লুকিয়ে ছিল বিশাল আকৃতির একটি অজগর সাপ। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায়‌ বলরামপুরে।
বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: গৃহস্থের বাড়ির ভেতরে ঝোঁপের মধ্যে লুকিয়ে ছিল বিশাল আকৃতির একটি অজগর সাপ। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায়‌ বলরামপুরে।
advertisement
2/6
ঘটনাটি ঘটেছে , বলরামপুর থানার অন্তর্গত বলরামপুরের হাঁসপুর শিয়াল ছ্যাঁকা মোড়ে এক ব্যক্তির বাড়িতে। সাপটিকে উদ্ধার করে বলরামপুর বনদফতরের কর্মীরা। ছবি ও তথ্য - শর্মিষ্ঠা ব্যানার্জি
ঘটনাটি ঘটেছে, বলরামপুর থানার অন্তর্গত বলরামপুরের হাঁসপুর শিয়াল ছ্যাঁকা মোড়ে এক ব্যক্তির বাড়িতে। সাপটিকে উদ্ধার করে বলরামপুর বন দফতরের কর্মীরা।ছবি ও তথ্য - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
3/6
এইদিন প্রথমে পরিবারের সদস্যরা তাদের বাড়ির ঝোপের মধ্যে অজগরটিকে দেখতে পায়। ‌ এত বড় আকৃতির অজগর দেখে আতঙ্কিত হয়ে পড়ে পরিবার।‌ এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ছবি ও তথ্য - শর্মিষ্ঠা ব্যানার্জি
এইদিন প্রথমে পরিবারের সদস্যরা তাদের বাড়ির ঝোপের মধ্যে অজগরটিকে দেখতে পায়। ‌ এত বড় আকৃতির অজগর দেখে আতঙ্কিত হয়ে পড়ে পরিবার।‌ এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।ছবি ও তথ্য - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
4/6
খবর দেওয়া হয় বলরামপুর বনবিভাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি বলরামপুর বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ‌ প্রায় আধ ঘন্টার চেষ্টায় ঝোপের মধ্যে থেকে অজগরটি উদ্ধার করেন তারা। ছবি ও তথ্য - শর্মিষ্ঠা ব্যানার্জি
খবর দেওয়া হয় বলরামপুর বনবিভাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি বলরামপুর বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ‌ প্রায় আধ ঘন্টার চেষ্টায় ঝোপের মধ্যে থেকে অজগরটি উদ্ধার করেন তারা।ছবি ও তথ্য - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
5/6
বলরামপুর বনদফতর সূত্রে জানা গিয়েছে , সাপটি লম্বায় প্রায় ৭ ফুট, ওজন আনুমানিক ১৪ কেজি। অর্থাৎ বলা যেতে পারে সাপটি বিশাল আকৃতির। ‌ ছবি ও তথ্য - শর্মিষ্ঠা ব্যানার্জি
বলরামপুর বন দফতর সূত্রে জানা গিয়েছে , সাপটি লম্বায় প্রায় ৭ ফুট, ওজন আনুমানিক ১৪ কেজি। অর্থাৎ বলা যেতে পারে সাপটি বিশাল আকৃতির। ‌ছবি ও তথ্য - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
6/6
সাপটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে বনবিভাগ। ‌ বন বিভাগের তৎপরতায় যেভাবে সাপটি উদ্ধার করা হলো তার প্রশংসা করেছে স্থানীয় মানুষজন। ‌ ছবি ও তথ্য - শর্মিষ্ঠা ব্যানার্জি
সাপটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে বনবিভাগ। ‌ বন বিভাগের তৎপরতায় যেভাবে সাপটি উদ্ধার করা হলো তার প্রশংসা করেছে স্থানীয় মানুষজন। ‌ছবি ও তথ্য - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
advertisement
advertisement