TRENDING:

Indian Railways: দ্রুত গতিতে এগোচ্ছে জিরিবাম-ইম্ফল রেল প্রকল্প!

Last Updated:

Indian Railways: জিরিবাম-ইম্ফল রেলওয়ে লাইন প্রকল্প পরিদর্শনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জিএম। জিরিবাম-ইম্ফল নতুন লাইন প্রকল্পটির জিরিবাম-খোংসাং সেকশনের পুঙ্খানুপুঙ্খ ভাবে পরিদর্শন করলেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)-এর জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জিরিবাম-ইম্ফল রেলওয়ে লাইন প্রকল্প পরিদর্শনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জিএম। জিরিবাম-ইম্ফল নতুন লাইন প্রকল্পটির জিরিবাম-খোংসাং সেকশনের পুঙ্খানুপুঙ্খ ভাবে পরিদর্শন করলেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)-এর জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব। জিরিবাম-খোংসাং সেকশনটি ৫৫.৩৬ কিমি জুড়ে বিস্তৃত। এটি ১১০.৬২৫ কিমি দৈর্ঘ্যের জিরিবাম-ইম্ফল রেলওয়ে প্রকল্পের অংশ হিসাবে মণিপুরে রেল যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার একটি অভিন্ন অঙ্গ।
* দ্রুত গতিতে এগোচ্ছে জিরিবাম-ইম্ফল রেল প্রকল্প
* দ্রুত গতিতে এগোচ্ছে জিরিবাম-ইম্ফল রেল প্রকল্প
advertisement

আরও পড়ুনঃ হার মানাবে এসি-কে! টেবিল ফ্যান থেকে গরম হাওয়ায় বেরোচ্ছে? এই পদ্ধতি মানুন, ঘর হবে বরফের মতো ঠান্ডা!

প্রাথমিক ভাবে এই সেকশনটি ২০২২-এর সেপ্টেম্বরে খোলা হয়েছিল। বর্তমানে এখানে খোংসাং পর্যন্ত নিয়মিত ভাবে পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু রাখা হয়েছে। এই পরিষেবার মাধ্যমে আবশ্যকীয় সামগ্রী বহন করা হয়।পরিদর্শন করার সময় জেনারেল ম্যানেজার পরিকাঠামো সংক্রান্ত সুযোগ-সুবিধাগুলিকে বিস্তারিত ভাবে পর্যবেক্ষণ করে দেখেন। যেগুলির মাধ্যমে এই সেকশনে ট্রেন চলাচলের সুরক্ষাকে নিশ্চিত করা যায়। যেমন, টানেল, সেতু, ট্র্যাক ও সিগন্যালিং ব্যবস্থা। বিভিন্ন স্টেশনে সুরক্ষা সম্পর্কিত কাজে নিয়োজিত কর্মীদের সঙ্গেও মত বিনিময় করেছেন জেনারেল ম্যানেজার এবং মুখ্য প্রত্যাহ্বানগুলি নিয়ে বিশেষ ভাবে কথা বলেছেন। যেমন, ট্র্যাককে শক্তিশালী করে তোলা, ভূতাত্ত্বিক স্থিতিশীলতা সংক্রান্ত সমস্যা যেমন ভূমিস্খলন, এবং সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়। এই প্রকল্পের কাজ এগিয়ে চলার মধ্যেই খোংসাং-ননি (১৮.২৫ কিমি) ও ননি-ইম্ফল (৩৭.০২ কিমি) সেকশনগুলিও আসন্ন বছরগুলিতে চালু হয়ে যাবে। জিরিবাম-ইম্ফল রেল লাইন সম্পূর্ণ হয়ে গেলে তা মণিপুরের সংযোগ ব্যবস্থাকে পুরো বদলে দিয়ে অর্থনৈতিক উন্নতি ও আঞ্চলিক উন্নয়নের বিকাশ সাধন করবে।জিরিবাম-ইম্ফল নতুন লাইন প্রকল্প উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সংযোগ প্রকল্পগুলির মধ্যে অন্যতম।

advertisement

আরও পড়ুনঃ খেলেই পেট মোচড়? ওয়াক উঠছে? হজমশক্তির নড়বড়ে দশা! ৩ ঘরোয়া টোটকাতেই ফিরবে শরীরের হাল

সেরা ভিডিও

আরও দেখুন
চাষাবাদ ছেড়ে চারাগাছ তৈরি করে মোটা টাকা রোজগার করছেন নন্দকুমারের চাষিরা
আরও দেখুন

ভারতীয় রেল বেশ কিছু নতুন রেলওয়ে লাইন প্রকল্পকে বাস্তবায়িত করার মাধ্যমে উত্তর পূর্বের রাজ্যগুলির রূপান্তর সাধনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে, এবং এর সামগ্রিক চিত্রে জিরিবাম-ইম্ফল যোগাযোগ প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজধানী সংযোগ প্রকল্পের অধীনে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজধানীগুলিকে যুক্ত করার জন্য নতুন নতুন রেলওয়ে লাইন বসানোর কাজ চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railways: দ্রুত গতিতে এগোচ্ছে জিরিবাম-ইম্ফল রেল প্রকল্প!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল