রেল সূত্রে খবর, ট্রেনটি হাসিমারা থেকে মাদারিহাট যাওয়ার পথে আচমকা ২০ থেকে ২৫টি বাইসনের পাল জঙ্গল থেকে বেরিয়ে ট্রেনের লাইন পারপার করতে থাকে।এরপর বিষয়টি নজরে আসতেই ট্রেন চালক এস. সিং এবং তার সহযোগী এস. রেজা তৎক্ষণাৎ ট্রেনের জরুরি ব্রেক কষায় প্রাণে বাঁচে বাইসনের পালটি। ট্রেনটি শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা যায়।
advertisement
আরও পড়ুন: লাভের আশায় করেছিলেন ভুট্টা চাষ! ফসল উঠতেই যা দেখলেন চাষিরা, রীতিমত মাথায় হাত
এই ঘটনার পর ট্রেনটি পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকে সেখানে। ঘটনার খবর দেওয়া হয় আলিপুরদুয়ার ডিভিশন কার্যালয়ে। বাইসনের পালটি চলে যাওয়ার পর পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি। রেলের এই রুটে বিকেল হলেই প্রায় দিন হাতির দেখা মেলে। তবে বাইসন প্রায় দেখা যায় না বলে জানা যায়। রেল চালকরা বাইসনের ছবি মোবাইল ক্যামেরায় বন্দী করেন। দেশে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার মাঝে ট্রেনের সামনে বাইসন! বিষয়টি শুনতেই অনেকের মধ্যে আতঙ্ক দানা বাঁধলেও এক্ষেত্রে চালকের তৎপরতা যেমন বাইসনদের প্রাণ বাঁচিয়েছে, ঠিক তেমনই যাত্রীদেরও সুরক্ষিত রেখেছে। কেন এসবের কারণে ঘটেই যেতে পারত ফের কোন দুর্ঘটনা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাসিমারা, মাদারিহাট এই রুটে রয়েছে জলদাপাড়া জঙ্গল। ট্রেন এই রুটে ধীর গতিতে চলে। বন্যপ্রাণ সুরক্ষার দায়িত্ব নিয়েছে রেল দফতর। এই রুট এলেই সতর্ক হয়ে যান চালকরা। বিকেলের সময় তোর্ষা নদীতে জল পান করে বন্যপ্রানীরা জঙ্গলে প্রবেশ করে বলে জানা যায়।
Annanya Dey