TRENDING:

Indian Railways: হিলি-বালুরঘাট রেল সম্প্রসারণ নিয়ে বিরাট খবর, কেটে গেল সব জট! পুরোটা শুনলে আনন্দে লাফাবেন

Last Updated:

Indian Railways: দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান। প্রায় ৩৮৬ একর জমি ভারতীয় রেলের হাতে তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান। প্রায় ৩৮৬ একর জমি ভারতীয় রেলের হাতে তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। রেল কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে কাজের অগ্রগতি রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়। তারপরেই দ্রুত জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
advertisement

প্রশাসন সূত্রে খবর, বালুরঘাট থেকে হিলি পর্যন্ত ২৮.৮৪৩ কিমি পথের ৩৮৬.৪১৫৫ একর জমি ছিল। তার ১০০ শতাংশ জমি এবার রেলের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিকে জেলা প্রশাসনের তরফে রেলকে জমি তুলে দিলেও সব জমিদাতারা এখনও তাদের বরাদ্দ টাকা পায়নি। বেশ কিছু ক্ষেত্রে জটিলতা এবং গাছের বরাদ্দ টাকা এখনও বাকি রয়েছে। তা দ্রুত প্রশাসন মিটিয়ে দিবে বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: লঙ্কা গুঁড়ো নিয়ে মালদা থেকে দক্ষিণ দিনাজপুরে ৬ যুবক, উদ্দেশ্য ছিল বিশাল! সফল হওয়ার সব শেষ

এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, “বালুরঘাট থেকে হিলি পর্যন্ত নির্ধারিত জমি রেলের হাতে হস্তান্তর করা হয়েছে। এক বছর আট মাসের মধ্যে এই জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হল। এক দুই মাসের মধ্যে বাকি সমস্ত টাকা প্রদান শেষ হয়ে যাবে।” জেলার জমির অধিগ্রহণ দফতর সূত্রে খবর, রেলের তরফে ওই প্রকল্পের জন্য প্রায় ২৯৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তার মধ্যে প্রায় ১৮০ কোটি টাকা ইতিমধ্যেই জমিদাতাদের হাতে তুলে দেওয়া হয়। বাকি টাকা জমিদাতাদের এবং গাছের মালিক ও অন্যান্য খাতে যাবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

রেল সূত্রে খবর, প্রায় ১৪ বছর আগে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেললাইন সম্প্রসারণের ব্যাপারে একবার জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছিল। বালুরঘাটের আত্রেয়ী এবং হিলি যমুনার নদীতে ব্রিজের কাজও শুরু হয়েছিল। কিন্তু কোন অজানা কারণে সেই প্রকল্প বিশবাঁও জলে গিয়েছিল। পরবর্তীতে ১২ বছর পর কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একাধিকবার রেল মন্ত্রকে দ্বারস্থ হয়েছিলেন। ফলে ওই প্রকল্প নতুন করে শুরু হয়েছে। রেল সূত্রে খবর, এবার রেললাইন সম্প্রসারণের টেন্ডার প্রক্রিয়া শুরু হচ্ছে। বালুরঘাট-হিলি রেল প্রকল্পের জমি জট শেষ হওয়ায় খুশির হাওয়া জেলাজুড়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railways: হিলি-বালুরঘাট রেল সম্প্রসারণ নিয়ে বিরাট খবর, কেটে গেল সব জট! পুরোটা শুনলে আনন্দে লাফাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল