South Dinajpur News: লঙ্কা গুঁড়ো নিয়ে মালদা থেকে দক্ষিণ দিনাজপুরে ৬ যুবক, উদ্দেশ্য ছিল বিশাল! সফল হওয়ার সব শেষ

Last Updated:

South Dinajpur News: বৃহস্পতিবার রাতে মালদা জেলার গাজোল থানার মোট ছয়জন যুবক একটি গাড়ি করে এসেছিল দক্ষিণ দিনাজপুরে ডাকাতির উদ্দেশ্যে।

পুলিশের তৎপরতায় ডাকাতির ছক বানচাল
পুলিশের তৎপরতায় ডাকাতির ছক বানচাল
দক্ষিণ দিনাজপুর: পুলিশি তৎপরতায় বানচাল ডাকাতির ছক। আগ্নেয়াস্ত্র সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি ছয়জনকে গ্রেফতার করেছে হরিরামপুর থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার হাসপাতাল মোড় এলাকায়। সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মালদা জেলার গাজোল থানার মোট ছয়জন যুবক একটি গাড়ি করে এসেছিল দক্ষিণ দিনাজপুরে ডাকাতির উদ্দেশ্যে। তারা হরিরামপুর হাসপাতাল মোড় এলাকায় এসে পৌঁছাতেই পুলিশ সন্দেহজনকভাবে তাদের তল্লাশি চালাতে গিয়ে ওই যুবকদের কাছে থেকে আগ্নেয়াস্ত্র সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে।
advertisement
advertisement
এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত গ্রামীণ পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার জানান, “দুটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, কয়েকটি লাঠি, দড়ি, শুকনো লঙ্কার গুঁড়ো সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করে। ঘটনায় ওই ছয় যুবককে গ্রেফতার করে হরিরামপুর থানায় নিয়ে আসা হয়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এদিন ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। পুরো বিষয় নিয়ে হরিরামপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছেন। স্থানীয় বাসিন্দারা হরিরামপুর থানার এই তৎপরতার প্রশংসা করেছেন। পুলিশের এমন সক্রিয়তা না থাকলে হয়ত বড়সড় একটি অপরাধ ঘটে যেতে পারত বলে মনে করছে এলাকাবাসী।
সুস্মিতা গোস্বামী 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: লঙ্কা গুঁড়ো নিয়ে মালদা থেকে দক্ষিণ দিনাজপুরে ৬ যুবক, উদ্দেশ্য ছিল বিশাল! সফল হওয়ার সব শেষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement