NCC Workshop: চাকরি নিয়ে বড় খবর! ব্যাক আপ ফোর্স তৈরি করছে ভারতীয় সেনা, সুযোগ পেতে পারে বিপুল সংখ্যক যুবক-যুবতীরা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
NCC Workshop: ব্যাক আপ ফোর্স হিসেবে সীমান্তের যুবক-যুবতীদের ভারতীয় সেনায় যোগদান করার কথা ভাবা হচ্ছে।
দক্ষিণ দিনাজপুর: সীমান্তের যুবক-যুবতীদের ভারতীয় সেনায় যোগদানে উদ্বুদ্ধ করতে বিশেষ কর্মশালার আয়োজন করল এনসিসি। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার হিলি রমানাথ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য কর্মশালার আয়োজন করে বালুরঘাটের ৭ বেঙ্গল বিএন এনসিসি। এই কর্মসূচিতে স্কুল পড়ুয়া থেকে যুবক-যুবতীদের উপস্থিতিতে ভারতীয় সেনায় যোগদানের জন্য উদ্বুদ্ধ করা হয়।
সূত্রের খবর, সেনা জওয়ান এবং আধিকারিকদের অনেকে নিয়মিত অবসর নিচ্ছেন। এই বিপুল শূন্যস্থান পূরণ করা সহজ নয়। এই শূন্যস্থান পূরণ করতে সেই কারণেই ব্যাক আপ ফোর্স হিসেবে সীমান্তের যুবক-যুবতীদের ভারতীয় সেনায় যোগদান করার কথা ভাবা হচ্ছে।
আরও পড়ুন: ছাত্রী ভর্তিই নিচ্ছে না বালুরঘাটের এই স্কুল! আসল কারণ সামনে আসতেই ‘লজ্জাজনক’ ঘটনা বলছেন অভিভাবকরা
advertisement
advertisement
‘বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ’ প্রোগ্রামের মাধ্যমে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত সেনার গৌরবময় বীরত্ব তুলে ধরা হয় এদিন। পাশাপাশি এদিন ওই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এদিনের কর্মসূচিতে শতাধিক পড়ুয়া অংশগ্রহণ করেছিল। অদূর ভবিষ্যতে যে কোন যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলা করতে হলে গোটা দেশের তরুণ প্রজন্মকে তৈরি রাখা উচিত বলেই মনে করছেন তাঁরা এমনটাই দাবি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিসির পদাধিকারীদের পাশাপাশি হিলির বিশিষ্টজনরা। সেনাকর্তারা মনে করছেন, বর্তমান যুগে প্রযুক্তি নির্ভর যুদ্ধের আবহে অদূর ভবিষ্যতে ব্যাক আপ ফোর্সের ভূমিকায় অনেক বেশি কার্যকর হতে পারেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা।
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 19, 2025 5:24 PM IST