South Dinajpur News: ছাত্রী ভর্তিই নিচ্ছে না বালুরঘাটের এই স্কুল! আসল কারণ সামনে আসতেই 'লজ্জাজনক' ঘটনা বলছেন অভিভাবকরা

Last Updated:

South Dinajpur News: চলতি বছরে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হলেও নতুন কোন ছাত্রীকে ভর্তি নিতে পাড়ছে না স্কুল কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষুব্ধ অভিভাবকরা।

+
পর্যাপ্ত

পর্যাপ্ত শৌচালয়ের অভাবে ছাত্রী ভর্তি বন্ধ বিদ্যালয়ে

দক্ষিণ দিনাজপুর: ছাত্রীদের জন্য পর্যাপ্ত শৌচালয় না থাকায় ফলে ছাত্রী ভর্তিতে বিপাকে পড়তে হচ্ছে বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে। শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্যে নানা উদ্যোগ নেওয়া হলেও, শৌচালয়ের নাজুক পরিস্থিতির কারণে ভোগান্তির শিকার হচ্ছে নারী শিক্ষার্থীরা। বিগত বছরগুলির মতই চলতি বছরেও একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পর্যাপ্ত পরিমাণে শৌচালয়ের পাশাপাশি ক্লাসরুম না থাকার ফলে এবছর নতুন কোন ছাত্রীকে ভর্তি নিতে পাড়ছে না স্কুল কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষুব্ধ অভিভাবকরা।
অভিভাবকদের একাংশের দাবি, “একবিংশ শতকে দাঁড়িয়ে মেয়েদের জন্য শৌচালয়ের অভাবে ভর্তি বন্ধ এটা সত্যিই লজ্জাজনক।” এবিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, “নিরাপদ ও সুস্থ পরিকাঠামো ছাড়া ছাত্রী ভর্তি করা সম্ভব নয়। বহুবার অনুরোধ জানিয়েও কোন সাড়া মেলেনি।”
advertisement
advertisement
সূত্রের খবর, বিদ্যালয়ে ছাত্রদের জন্য শৌচালয়ের ব্যবস্থা থাকলেও ছাত্রীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা দীর্ঘদিন যাবৎ নেই। শৌচালয় তৈরী করে দেওয়ার জন্য দক্ষিণ দিনাজপুরের প্রশাসনের নিকট একাধিকবার আবেদন করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে সমস্যা চললেও তা অবহেলিতই থেকে গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
তবে, শুধু ছাত্রীদেরই নয় একই সমস্যা স্কুলের শিক্ষিকাদের ক্ষেত্রেও। তাদের ব্যবহারের জন্যও নেই আলাদা স্বাস্থ্যসম্মত শৌচালয়। ফলে মেয়েদের জন্য সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে না পারায় নতুন ছাত্রী ভর্তির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পরিকাঠামোগত এই সমস্যা। যথাযথ উদ্যোগ না নিলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। তাই একপ্রকার বাধ্য হয়েই নতুন করে কোন ছাত্রী ভর্তি নেওয়া বন্ধ রেখেছে স্কুল কর্তৃপক্ষ।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: ছাত্রী ভর্তিই নিচ্ছে না বালুরঘাটের এই স্কুল! আসল কারণ সামনে আসতেই 'লজ্জাজনক' ঘটনা বলছেন অভিভাবকরা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement