South Dinajpur River Erosion: মানুষ নয়, এবার নদী ভাঙনে ভীতসন্ত্রস্ত 'ওরাও'! দেখেও হেলদোল নেই প্রশাসনের

Last Updated:

South Dinajpur River Erosion: নদী ভাঙনের কবলে পড়ে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েন, কিন্তু এবার এই নদী ভাঙনের জেরে আশঙ্কায় ভুগছেন গাছপালাও। এমনই ঘটনা দেখা যাচ্ছে ডাঙ্গি ফরেস্টে।

+
আত্রেয়ী

আত্রেয়ী নদীতে ভাঙন

দক্ষিণ দিনাজপুর: ‘নদীর তীরে বাস শঙ্কা বারো মাস’, তবে সেই শঙ্কা বাসিন্দাদের নয়, বিস্তীর্ণ বনভূমির। বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি এলাকায় পঞ্চায়েতের পক্ষ থেকে সবুজায়নের লক্ষ্যে বিস্তীর্ণ এলাকা জুড়ে গাছ লাগানো হয়। বর্তমানে তা ডাঙ্গি ফরেস্ট নামেই পরিচিত। আর এই ডাঙ্গি ফরেস্টের ধার ঘেঁষেই বরে চলেছে আত্রেয়ী নদী। বিগত কয়েক বছর যাবৎ মূলত বর্ষাকালে নদী ভাঙ্গনের ফলে নদীগর্ভে কয়েক হাজার গাছ তলিয়ে গেছে ইতিমধ্যেই।
ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া ডাঙ্গি এলাকায় প্রায় ১১ একর জমির উপর কয়েক লক্ষ গাছ লাগানো হয়েছিল। ফরেস্ট থেকে কয়েকশো মিটার দূরেই একটা সময়ে আত্রেয়ী নদী বয়ে চলত। প্রতিবছর নদী ভাঙ্গনের ফলে বর্তমানে ডাঙ্গি ফরেস্টের অনেক অংশই গ্রাস করে ফেলেছে আত্রেয়ী নদী। বিগত কয়েকদিন যাবৎ সমস্ত উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েও ব্যাপক বৃষ্টিপাত হয়। আর এই বৃষ্টিপাত হওয়ার ফলে নদীর জলস্তর অনেকটাই বৃদ্ধি পায়। জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীর পাড় ভাঙ্গন শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, প্রশাসনের পক্ষ থেকে খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ না করলে বিস্তীর্ণ এই বনভূমিকে বাঁচানো দায় হয়ে পড়বে।
advertisement
advertisement
একটা সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ফরেস্টটিকে ইকো ট্যুরিজম পার্ক করার উদ্যোগ নেয়। কিন্তু সেই প্রকল্প অজানা কারণে থমকে গেছে। ফলে বিস্তীর্ণ জমিতে এখন শুধু গাছ রয়েছে। পাশাপাশি শীতের মরসুমে এই ফরেস্টে পিকনিক করার ভিড় সব থেকে বেশি নজরে আসে। কেননা জেলা বন দফতরের পক্ষ থেকে পিকনিক নিষিদ্ধ করা হয়েছে সমস্ত ফরেস্টগুলিতে। আত্রেয়ী নদীর জলস্তর বেড়ে গেলেই প্রতিবছরই নদীগর্ভে প্রচুর গাছ চলে যায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের দাবি, স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জেলা প্রশাসন কিংবা জেলা পরিষদের কাছে একাধিকবার বিষয়টি জানানো হয়েছে। সেচ দফতরের পক্ষ থেকেও এই ভাঙ্গন এলাকা পরিদর্শন করার পাশাপাশি মাপজোক পর্যন্ত করা হয়। এরপরেও আজও সেই সমস্যা সমাধান হয়নি। অবিলম্বে এই এলাকা জুড়ে নদীর ভাঙ্গন রোধ করবার জন্য ব্যবস্থা গ্রহণ না করলে এই বনভূমিকে রক্ষা করা দায় হয়ে পড়বে।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur River Erosion: মানুষ নয়, এবার নদী ভাঙনে ভীতসন্ত্রস্ত 'ওরাও'! দেখেও হেলদোল নেই প্রশাসনের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement